নয়াদিল্লি: চলতি আইপিএলে  একের পর এক রূদ্ধশ্বাস ম্য়াচের সাক্ষী থেকে গোটা বিশ্ব ।গতকালই কেকেআরের বিরুদ্ধে ইডেনে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলগুলোও এবার ধীরে ধীরে জয়ের সরণিতে ফিরছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর আগের খেলায় জয় ছিনিয়ে নিয়েছে। আজ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাঁদের ঘরের মাঠে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে। 


কাদের ম্যাচ?


আজ আইপিএলে দিল্লি ক্যাপিটালস খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।









ম্য়াচটি নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়। 


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।


চলতি আইপিএলে দুটো দলের কারও হালই ভাল ছিল না শুরুর দিকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৯ রানে হেরে যেতে হয়েছিল পন্থের দলকে। শুরুর পাঁচ ম্য়াচে মাত্র একটি জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় তারা। শেষ চার ম্য়াচে খেলতে নেমে তিনটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি শিবির। পয়েন্ট টেবিলেও ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে তারা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে অন্যদিকে নয় নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। 


নয়াদিল্লির ফ্রাঞ্চাইজির হয়ে এ মরশুমের সবথেকে ইতিবাচক দিক হল অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিং ফর্ম। দুর্ঘটনার পরে আইপিএলের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন পন্থ। তিনি কেমন ফর্মে থাকবেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। তবে সেইসব সংশয়কে ব্যাট হাতে বাউন্ডারি পার করেছেন পন্থ। তিন অর্ধশতরানসহ নয় ম্যাচে ৪৮.৮৬ গড়ে ৩৪২ রান করে ফেলেছেন পন্থ। মুম্বই ম্যাচেও তাঁর দিকে তাকিয়ে থাকবে দিল্লি। কারণ দলের আরেক অভিজ্ঞ তারকা ডেভিড ওয়ার্নার মুম্বইয়ের বিরুদ্ধে খেলবেন না। সেক্ষেত্রে ওপেনিংয়ে পৃথ্বী শ না খেললে কুমার কুশাগ্রকে দেখা যেতে পারে একাদশে। অন্যদিকে, জ্যাক ফ্রেসার ম্য়াকগ্রুক তাে রয়েইছেন। 


এখনও পর্যন্ত দু দলের সাক্ষাতে মোট ১৯ বার জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে ১৫ বার জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 


আরও পড়ুন: অনেক পুরনো কথা মনে পড়ে গেল, সৌরভের পোস্ট দেখে আবেগে ভাসলেন সচিন