নয়াদিল্লি: ২ তরুণ অধিনায়ক। একজন গত কয়েক বছর ধরেই নেতৃত্বের ভার সামালাচ্ছেন। অন্যজন এই মরশুমেই প্রথমবার কোনও ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বভার সামলাচ্চেন। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ঋষভ পন্থ (Rishabh Pant) ও গুজরাত টাইটান্সের (Gujrat Titans) শুভমন গিল (Subhman Gill)। আজ দুটো দল পরস্পর মুখোমুখি হতে চলেছে আইপিএলে। কিন্তু মুখোমুখি মহারণের ইতিহাস কী বলছে? কে এগিয়ে, কারাই বা পিছিয়ে, দেখে নেওয়া যাক-
এখনও পর্যন্ত মোট চারবার মুখোমুখি হয়েছে দিল্লি ও গুজরাত আইপিএলে। তার মধ্যে ২ বার জিতেছে দিল্লি ও ২ বার জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত। ঘরের মাঠে দিল্লির বোলিং লাইন আপের আজ প্রধান মুখ হতে পারেন খালিল আহমেদ। ইশান্ত শর্মা আগের দিন খেলেননি। আজ খেলবেন কি না তা নিশ্চিত নয়। অন্যদিকে খালিল বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে চলতি আইপিএলে সাফল্য পেয়েছেন এখনও পর্যন্ত। মোট পাঁচজন বাঁহাতি ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন খালিল। গুজরাত শিবিরে বাঁহাতি ব্যাটার হিসেবে রয়েছেন মিলার, সুদর্শন, তেওয়াটিয়া। তিনজনই ফর্মে। নিজেদের দিনে বড় রান করে ম্য়াচের রাশ কেড়ে নিতে পারেন। খালিলের হাতে দায়িত্ব থাকবে নতুন বল হোক বা ডেথ ওভার এই তিন ব্যাটারকে যাতে দ্রুত ফেরানো যায়। খালিল গিলকে পাঁচবার আউট করেছেন এখনও পর্যন্ত। শাহরুখ খানকেও ১০ বল করে তিন বার আউট করেছেন। অন্য়দিকে অক্ষর পটেলের সামনেও সমস্যায় পড়তে পারেন রাহুল তেওয়াটিয়া। এখনও পর্যন্ত দু বার ফিরিয়েছেন তিনি তেওয়াটিয়াকে। অক্ষরের বিরুদ্ধে মোট ১৬ বল খেলে মাত্র ১৩ রান এখনও পর্যন্ত আইপিএলে করতে পেরেছেন।
গুজরাত শিবিরে বোলিং লাইন আপে রাশিদ খান ও নূর আহমেদ ও মোহিত শর্মার দিকে তাকিয়ে থাকবে মূলত। দিল্লির হয়ে দুরন্ত ফর্মে থাকা ট্রিস্টান স্টাবসকে ফেরানোর জন্য এই তিন বোলারের ওপরই ভরসা রাখবেন গিল। রাশিদ দিল্লির বিরুদ্ধে আইপিএলে ২১ উইকেট নিয়েছেন। মোহিত শর্মা ১৪ উইকেট নিয়েছে।
২ দলের ব্যাটিং অর্ডারে অবশ্য এই ম্য়াচে নতুন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের ম্য়াচে গুজরাত শিবিরে ফিরেছেন ঋদ্ধিমান। কিন্তু তিনি রান পাননি। যদিও আজকেও বাংলার উইকেট কিপার ব্যাটারকেই খেলাতে পারে গুজরাত। ওপেনিংয়ে গিল ও ঋদ্ধি জুটি যদি বড় রান বোর্ডে যোগ করতে পারেন, তবে কিন্তু চিন্তা বাড়বে পন্থের।