নয়াদিল্লি: আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাঁদের ঘরের মাঠে খেলতে নামবে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে। নিজেদের প্রথম কয়েকটি হোম ম্য়াচ বিশাখাপত্তনমে খেললেও নিজেদের ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় এখন শেষ দুটো ম্য়াচ খেলেছে দিল্লি। কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) দল। সাফল্য আসেনি এই মরশুমে। প্লে অফের রাস্তাও বেশ কঠিন হয়ে পড়েছে। বাকি ম্য়াচগুলো বলতে গেরে ডু অর ডাই ম্য়াচ এখন। 


চলতি আইপিএলে এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালস মোট আট ম্য়াচ খেলে মাত্র তিনটি ম্য়াচ জিতেছে। অন্যদিকে গুজরাত টাইটান্স সমসংখ্যক ম্য়াচ খেলেছে। তবে তারা জয় ছিনিয়ে নিয়েছে চার ম্য়াচে। শেষ ম্য়াচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত। ফলে এই ম্য়াচে নামার আগে কিছুটা আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে নামবে গিল বাহিনী। দিল্লি দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট জ্যাক ফ্রেসার ম্য়াকগ্রুকের দুর্দান্ত ব্যাটিং। তিনটি ম্য়াচ খেলেতে নেমে দুটো অর্ধশতরান এর মধ্যেই হাঁকিয়ে ফেলেছেন এই অজি তারকা। গুজরাত টাইটান্স শিবিরে অবশ্য় আগের ম্য়াচে মিলার না চললেও রাহুল তেওয়াটিয়া দলকে জয় এনে দিয়েছেন। 


কাদের ম্যাচ?


আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স


কোথায় খেলা?


খেলাটি হবে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭টায় টস আয়োজিত হবে।


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।


পিচের চরিত্র: কোটলার ২২ গজে সাধারণত বোর্ডে বড় রান ওঠে। শেষ ম্য়াচেও এখানে রান উঠেছিল। এখানে টস জিতলে যে কোনও অধিনায়কই চাইবেন যে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় রান বোর্ডে যোগ করে প্রতিপক্ষ শিবিরকে চাপে ফেলতে। 


দিল্লি শিবিরে আগর ম্য়াচের থেকে কিছু বদল হয়ত হবে না। অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শ হয়ত গোটা টু্রনামেন্টের জন্যই ছিটকে গিয়েছেন। এছাড়াও এই শিবিরে আর কোনও চোট আঘাত সমস্যা প্রায় নেই বললেই বলে। গুজরাত শিবিরেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইবে।