চেন্নাই: আইপিএলের ফাইনালে আজ কেকেআরের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। দলের অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) জন্যও টি-টোয়েন্টি (T20 Captain) অধিনায়ক হিসেবে প্রথম কোনও বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে। তবে শুধু দলকে খেতাব জেতানোই নয়। একটি ব্য়ক্তিগত রেকর্ডের সামনেও দাঁড়িয়ে রয়েছেন অজি পেসার। সেক্ষেত্রে কিংবদন্তুি শেন ওয়ার্নকে।


কেকেআরের বিরুদ্ধে আজ আর ৩টি উইকেট নিতে পারলেই এক অনন্য় রেকর্ডের মালিক হবেন কামিন্স। এতদিন যে রেকর্ড ছিল শেন ওয়ার্নের ঝুলিতে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৭ উইকেট ঝুলিতে পুরেছেন অজি পেসার। ২০০৮ সালে আইপিএল জয়ী রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন প্রয়াত শেন ওয়ার্ন। সেবার অধিনায়ক হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ওয়ার্ন। তাঁর ঝুলিতে ছিল ১৯ উইকেট। কোনও ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইকেট কোনও মরশুমে নেওয়া, এই তালিকায় ওয়ার্নকে এবার টপকে যেতে পারেন কামিন্স। দুটো উইকেট নিলে ওযার্নকে ছুঁয়ে ফেলবেন, আর তিনটি উইকেট নিলেন প্রাক্তন অজিকে টেক্কা দেবেন বর্তমান অজি ক্রিকেটার। 


কামিন্সের জন্য এবারের আইপিএল ফাইনাল অবশ্যই ভীষণ স্পেশাল। গত দেড় বছরে অধিনায়ক হিসেবে একের পর এক সাফল্য পেয়েছেন। অ্যাশেজ, বিশ্বকাপ সব টুর্নামেন্টেই ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতের বিরুদ্ধে ম্য়াচে কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নেয়। সেই ম্য়াচে ট্রাভিস হেড বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপের ফাইনালেও হেডের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল। আবার আজ হেড কামিন্সের হায়দরাবাদ দলেই আছেন। এমনকী চলতি টুর্নামেন্টেও দারুণ ফর্মেও রয়েছেন বাঁহাতি ওপেনার। যদিও প্লে অফে হেডকে প্রথম ওভারেই ফিরিয়ে দিয়েছিলেন মিচেল স্টার্ক। দুরন্ত ইয়র্কারে বোল্ড করে দিয়েছিলেন অজি পেসার। আজ কি হবে?


 






লিগ পর্যায়ে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে শেষ করেছিল কেকেআর। সানরাইজার্স দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে জায়গা করে নেয়। এরপর প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স শিবির। সেই ম্য়াচে স্পিন জুটি শাহবাজ ও অভিষেক দলকে জয় এনে দেন।