সন্দীপ সরকার, কলকাতা: শনিবার ইডেন গার্ডেন্সে চলতি মরশুমের শেষ ম্য়াচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs MI)। যে ম্যাচে নাইটদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই ম্যাচের আগে কেকেআর ও মুম্বই - দুই শিবিরেই অদ্ভুতভাবে জুড়ে রইল একটা দলের নাম। লখনউ সুপার জায়ান্টস।


লখনউয়ে কে এল রাহুলদের (KL Rahul) ঘরের মাঠে ম্যাচ জিতে প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলেছে কেকেআর। নাইটদের সামনে এখন পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকাই একমাত্র লক্ষ্য। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের হাতে ১০ উইকেটে দুরমুশ হয়ে সেই কে এল রাহুলরাই আবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে আঁধার নামালেন।


বুধবার কলকাতায় পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা। আর সিটি অফ জয়-এ পৌঁছে তাঁরা পেলেন চরম দুঃসংবাদ। সানরাইজার্স হায়দরাবাদ বুধবার জিতে যাওয়ায় প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল মুম্বই। শেষ দুই ম্যাচে জিতলেও হার্দিকরা সর্বোচ্চ ১২ পয়েন্টে শেষ করবেন। কেকেআর ও রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্ট করে পেয়েই গিয়েছে। ১৪ পয়েন্ট হয়ে গেল প্যাট কামিন্সদের। লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস - এই দুই দল এখনই ১২ পয়েন্টে রয়েছে। ১৪ মে এই দুই দলের ম্যাচ। যার অর্থ, হয় কোনও দল ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। অথবা কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে ১৩ পয়েন্ট করে হবে দুই দলের। মুম্বই ইন্ডিয়ান্স আর কোনওভাবেই ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারবে না, তা নিশ্চিত। পয়মন্ত ইডেনে নামার আগে যা রোহিতের কাছেও মানসিক ধাক্কা হবে বৈকি!


লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে ছোট বিরতি নিয়ে বাড়ি ফিরেছিলেন গম্ভীর। নাইট মেন্টর রয়েছেন খোশমেজাজে। বুধবারই সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে তাঁকে কবিগুরুর কবিতা আওড়াতে শোনা যায়। গম্ভীর বলছিলেন, 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির...'। তাঁর ক্রিকেটারদেরও ভয়ডরহীন ক্রিকেট খেলারই বার্তা দিচ্ছেন গৌতি। ছোট্ট ছুটি কাটিয়ে বুধবার সন্ধ্যায় তিনি কলকাতায় ফিরলেন। কলকাতায় ফিরে এদিন দলের সঙ্গে যোগ দিলেন রিঙ্কু সিংহও।



বৃহস্পতিবার বিকেলে ইডেনে মুম্বই ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ছে কেকেআর। বুধবারই সন্ধ্যায় ইডেনে অনুশীলন করেছেন নীতীশ রানা, সূয়শ শর্মার মতো প্রথম একাদশে না থাকা কয়েকজিন ক্রিকেটার। সব মিলিয়ে নাইট শিবির আত্মবিশ্বাসে টগবগ করছে। 


আরও পড়ুন: মাঠ ছেড়ে বেরোও... প্রতিপক্ষ অধিনায়ককে বেনজির আক্রমণ IPL দলের মালিকের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


রোল নম্বর দিয়ে উচ্চমাধ্যমিকের রেজ়াল্ট দেখুন: