মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ভারতীয় দলে কি ঢুকে পড়তে পারবেন শুভমন গিল (Subhman Gill)? গতকাল পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ৮৯ রানের ঝোড়ো ইনিংসের পর অনেকেই মনে করবেন যে হ্যাঁ, খুব সহজেই হয়ত জাতীয় দলের প্রথম পনেরোয় ঢুকে পড়বেন গিল। তবে এমনটা মনে করেন না সাইমন ডুল। প্রাক্তন কিউয়ি তারকা মনে করেন গিলকে ছাড়াই হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে ভারত। এমনকী গুজরাত টাইটান্সের ক্যাপ্টেনের থেকে আগে ডুল রেখেছেন কে এল রাহুলকে। তার যুক্তিও দিয়েছেন ডুল।


আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গিল টি-টােয়েন্টি ফর্ম্য়াটে ১৪ ইনিংস খেলে মোট ৩৩৫ রান করেছেন। ১৪৭ স্ট্রাইক রেটে ব্যাটং করেছেন। একটি অর্ধশতরান ও একটি শতরানও রয়েছে তাঁর ঝুলিতে। গতবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন গিল। মোট ৮৯০ রান করেছিলেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন গতকাল। গুজরাতের বিরুদ্ধে গতকালের ম্য়াচে ৮৯ রানের ইনিংস খেলেন। ডুল বলেন, ''বিশ্বকাপের জন্য় ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। বা ১৮ সদস্যের হতে পারে আমার মত অনুযায়ী। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় স্কোয়াডে একটাই টপ অর্ডার ব্যাটারের জায়গা খালি থাকছে। এই পরিস্থিতিতে আমার মনে হয় কে এল রাহুল এগিয়ে থাকবে গিলের তুলনায়। কারণ রাহুল উইকেট কিপিংটাও করতে পারে। গিল কিন্তু কিপিং করে না। আর দলে একজন উইকেট কিপার ব্যাটার থাকা কিন্তু বাড়তি বোনাস। আমি যদি বলি যে দলে জয়সওয়াল, রোহিত ও বিরাটের জায়গা এই মুহূর্তে গিল নিতে পারবে না। সেক্ষেত্রে রাহুলের সঙ্গে একমাত্র জায়গা দখলের লড়াই হতে পারে। কিন্তু সেখানেও রাহুলই আমার কাছে এগিয়ে থাকবে।''


উল্লেখ্য, ওপেনিংয় জয়সওয়ালকে কেন এগিয়ে রাখছেন ডুল সেই যুক্তিও দিয়েছেন তিনি। বর্তমানে ক্রীড়া উপস্থাপকের দায়িত্ব সামলানো ডুল বলেন, ''দুজনেই তরুণ। কিন্তু যদি আমি কম্বিনেশন বেছে নিই তবে জয়সওয়াল বাঁহাতি ব্যাটার। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন সবার আগে কাজে দেবে। এছাড়াও জয়সওয়াল এমন একজন ব্যাটার যে প্রথম বল থেকেই চালিয়ে খেলতে পারে।'' উল্লেখ্য়, গত মরশুমে রাজস্থানের জার্সিতে ৬২৫ রান করেছিলেন জয়সওযাল। একটি শতরান ও চারটি অর্ধশতরান ছিল তার মধ্য়ে। জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৬ ইনিংসে ৫০২ রান করেছেন রাজস্থান ক্রিকেটার। একটি শতরান ও চারটি অর্ধশতরান রয়েছে তার মধ্য়ে। শোনা যাচ্ছে যে এপ্রিলের শেষে হয়ত কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপের জন্য় ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হতে পারে।