সন্দীপ সরকার, কলকাতা: তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা নাকি শীঘ্রই স্পর্শ করবে ৪২ ডিগ্রি সেলসিয়াস!
গোটা বিশ্বেও উষ্ণায়নের আঁচ। প্রকৃতিবিদ, বিজ্ঞানীরা বলছেন, এই দাবদাহের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র গাছ। বৃক্ষরোপনের পরামর্শ দেওয়া হচ্ছে। সবুজায়ন যে পৃথিবীকে রক্ষা করতে পারে, মনে করিয়ে দেওয়া হচ্ছে সর্বস্তরে।
আইপিএলের (IPL 2024) মাঝেও এবার সেই সচেতনতার বার্তা দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (KKR vs RCB)। আর সেই বার্তা দেওয়ার জন্য ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের দল বেছে নিয়েছে রবিবারের ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচটিকে। সব কিছু ঠিকঠাক চললে রবিবার কেকেআরের বিরুদ্ধে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন বিরাট, দীনেশ কার্তিকরা। যে জার্সির রং সবুজ। বৃক্ষরোপনের গুরুত্ব নিয়ে বার্তা দেবেন কোহলিরা। যা শুনে পরিবেশবিদরা খুশি। কোহলিদের মতো মহাতারকারা পরিবেশরক্ষার বার্তা দিলে তা যে জনমানসে অনেক বেশি প্রভাব ফেলবে, বলার অপেক্ষা রাখে না।
তবে আরসিবি শিবিরে পাশাপাশি চলছে ম্যাচের অঙ্কও। কেকেআরের বিরুদ্ধে কি দলে ফিরবেন গ্লেন ম্যাক্সওয়েল? মানসিক স্বাস্থ্যের কথা বলে তিনি সরে দাঁড়িয়েছিলেন। পরে নিজেই জানান যে, তাঁর ঊরুতেও চোট রয়েছে। তবে শনিবার ইডেনে যে ছবিটা দেখা গেল, তা দেখে গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়াররা খুশি হবেন না।
ম্যাক্সওয়েল ইডেনের নেটে ব্যাট করলেন। বেশ বিধ্বংসী মেজাজেই দেখা গেল তাঁকে। সামনের পায়ে, পিছনের পায়ে সাবলীল ব্যাটিং করলেন। তবে টানা ব্যাটিং করেননি। মিনিট পনেরো করে প্রায় তিনটি সেশন। চলতি আইপিএলে দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছেন ম্যাক্সওয়েল। ম্যাড ম্যাক্স নামের প্রতিও সুবিচার করতে পারেননি। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে তাঁর কার্যত এক পায়ে খেলে ডাবল সেঞ্চুরি ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে। সেই ভারতের মাটিতেই কয়েক মাস পরের আইপিএলে সাড়ে পাঁচের কাছাকাছি ব্যাটিং গড়! সমালোচকদের ভুল প্রমাণ করতে চাইবেন ম্যাক্সওয়েলও। তবে আরসিবি শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, ম্যাক্সওয়েলকে নিয়ে তাড়াহুড়ো করা হবে না। তিনি কেকেআরের বিরুদ্ধে খেলবেন কি না, রবিবারই হয়তো সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।