বেঙ্গালুরু: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) দল দেখে চমকে উঠেছিলেন অনেকে। নাম নেই গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell)। তাহলে কি চোট লাগল অস্ট্রেলীয় তারকার?
পরে জানা গেল সত্যিটা। মানসিক ও শারীরিকভাবে তরতাজা হওয়ার জন্য আইপিএল (IPL 2024) থেকে সাময়িক বিরতি নিয়েছেন ম্যাক্সওয়েল। সেই কারণেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেননি তিনি।
ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন ম্যাক্সওয়েল। আহত অবস্থায় কার্যত এক পায়ে খেলে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ডাবল সেঞ্চুরি নিয়ে এখনও চর্চা হয়। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে তিনি জ্বলে উঠবেন, এটাই প্রত্যাশিত ছিল। কিন্তু আইপিএলে নিজের ছন্দের ধারেকাছে নেই ম্যাক্সওয়েল। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তাঁকে বলা হয় ম্যাড ম্যাক্স। অথচ চলতি আইপিএলে তিনি নিষ্প্রভ। ৬ ইনিংসে মাত্র ৫.৩৩ গড়ে ৩২ রান করেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি না খেলায় মনে করা হয়েছিল, হাতের বুড়ো আঙুলে চোট পেয়েই হয়তো খেলতে পারছেন না তিনি।
তবে আরসিবির ষষ্ঠ হারের পর ম্যাক্সওয়েল বলেছেন, 'আমার কাছে খুব সহজ সিদ্ধান্ত ছিল। আগের ম্যাচের পরই আমি ফাফ ডুপ্লেসি ও কোচের কাছে যাই আর বলি, অন্য় কাউকে দেখার সময় এসেছে। আমি আগেও এরকম সময়ে পড়েছি যখন খেলেই গিয়েছি আর আরও খারাপ করে গিয়েছি। আমার মনে হয়েছে নিজেকে মানসিক ও শারীরিক বিশ্রাম দেওয়ার এটাই আদর্শ সময়। যাতে যখন টুর্নামেন্টে ফিরব, মানসিক ও শারীরিক দিক থেকে এমন জায়গায় থাকব যাতে ম্যাচে প্রভাব ফেলতে পারি।'
দলের সমস্যা কোথায় হচ্ছে, তাও জানিয়েছেন ম্যাক্সওয়েল। বলেছেন, 'পাওয়ার প্লে-র পরে আমাদের একটা শূন্যতা তৈরি হচ্ছে। আর সেই জায়গাটাই কয়েক মরশুম ধরে আমার শক্তি। আমার মনে হয়েছে ব্যাট হাতে আমি ইতিবাচক অবদান রাখতে পারছি না। আর যা ফল হচ্ছে ও টেবিলে আমরা যে জায়গায়, তাতে অন্য় কাউকে সুযোগ দেওয়ার এটাই সেরা সময়। দেখার তারা জায়গা করে নিতে পারে কি না।'
আরও পড়ুন: কলকাতায় নতুন ফুটবল ক্লাব, প্রো টি-টোয়েন্টিতে চূড়ান্ত দুই দল, আইপিএলের স্পেশ্যাল মেন্যু
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।