আমদাবাদ: আইপিএলে সোমবার মুখোমুখি গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। যে ম্যাচে জিতলেই পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে কেকেআরের। সেই সঙ্গে এ-ও নিশ্চিত হয়ে যাবে যে, কোয়ালিফায়ার ওয়ান খেলবেন নাইটরা। যার অর্থ, ফাইনালে ওঠার জন্য বাড়তি আরও একটা সুযোগ পাওয়া যাবে।
অথচ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ম্যাচ শুরুই করা গেল না (GT vs KKR)। এমনকী, হল না টসও। এবং সেটা এক অদ্ভুত কারণে।
ম্যাচের আগে আচমকা শুরু হয় বজ্রপাত। এতটাই যে, ক্রিকেটারদের মাঠে নামতেই নিষেধ করা হয়। তখনই ঠিক হয় যে, টস পিছিয়ে যাবে। এমনিতে রাতের ম্যাচে সন্ধ্যা সাতটায় হয় টস। তার ৩০ মিনিট পর, সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় ম্যাচ। তবে সোমবার নির্ধারিত সময়ে টস করা যায়নি। রাত আটটা বেজে গেলেও ম্যাচ শুরু হওয়ারও কোনও খবর নেই।
বজ্রপাতের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টিও। যে কারণে পিছিয়ে গেল ম্যাচ।
আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মাঠ ঢাকা রয়েছে কভারে। ম্যাচ কখন শুরু হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ম্যাচের ওভার সংখ্যা কি কমবে? ইডেনে কেকেআরের আগের ম্যাচেও বৃষ্টি হয়েছিল। ম্যাচের ওভার সংখ্যা কমাতে হয়েছিল। আইপিএলের নিয়ম বলছে, ম্যাচের ফলাফল করতে অন্তত পাঁচ ওভার করে দুই ইনিংস মিলিয়ে দশ ওভারের ম্যাচ করতেই হবে। সোমবার যদি বৃষ্টির জন্য পুরো ২০ ওভার খেলা না হয়, যদি অন্তত পাঁচ ওভার করে ম্যাচ করাতে হয়, তার জন্য রাত ১০.৪১-এ টস করতে হবে। সেক্ষেত্রে ম্যাচ শুরু হবে রাত ১০.৫৬ মিনিটে। ম্যাচ শুরু হওয়ার জন্য যে সময় নির্ধারিত, তার অন্তত এক ঘণ্টার মধ্যে ম্যাচ শুরু করা না গেলে ওভার সংখ্যা কমতে শুরু করবে। অর্থাৎ, ৮.৩৫ বেজে গেলেই কমতে শুরু করবে ম্যাচের ওভার সংখ্যা।
আরও পড়ুন: আইপিএল চলাকালীনই দেশে ফিরে গেলেন ইংরেজ তারকা, কেন আচমকা এই সিদ্ধান্ত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।