GT vs RCB LIVE Score: জ্যাকস-কোহলির ব্যাটের শাসনে আক্রান্ত শুভমনের গুজরাত, ৪ ওভার বাকি থাকতে ম্যাচের ফয়সালা

IPL 2024, GT vs RCB LIVE Score: গুজরাত টাইটান্সের ঘরের মাঠে বড় জয় ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের।

ABP Ananda Last Updated: 28 Apr 2024 06:52 PM

প্রেক্ষাপট

আমদাবাদ: প্রথমবার চ্যাম্পিয়ন। দ্বিতীয়বার রানার আপ। আইপিএল (IPL 2024) গ্রহে পা রেখেই ছাপ ফেলেছে গুজরাত টাইটান্স (GT vs RCB)। যদিও এবার শুভমন গিলের নেতৃত্বে ভাল-মন্দ মিশিয়ে কাটছে তাদের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে...More

GT vs RCB Live: ৯ উইকেটে জয়ী আরসিবি

৪১ বলে সেঞ্চুরি উইল জ্যাকসের। ৪ ওভার বাকি থাকতে গুজরাতের রান তাড়া করে ৯ উইকেটে জয়ী আরসিবি।