GT vs RCB LIVE Score: জ্যাকস-কোহলির ব্যাটের শাসনে আক্রান্ত শুভমনের গুজরাত, ৪ ওভার বাকি থাকতে ম্যাচের ফয়সালা
IPL 2024, GT vs RCB LIVE Score: গুজরাত টাইটান্সের ঘরের মাঠে বড় জয় ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের।
ABP Ananda Last Updated: 28 Apr 2024 06:52 PM
প্রেক্ষাপট
আমদাবাদ: প্রথমবার চ্যাম্পিয়ন। দ্বিতীয়বার রানার আপ। আইপিএল (IPL 2024) গ্রহে পা রেখেই ছাপ ফেলেছে গুজরাত টাইটান্স (GT vs RCB)। যদিও এবার শুভমন গিলের নেতৃত্বে ভাল-মন্দ মিশিয়ে কাটছে তাদের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে...More
আমদাবাদ: প্রথমবার চ্যাম্পিয়ন। দ্বিতীয়বার রানার আপ। আইপিএল (IPL 2024) গ্রহে পা রেখেই ছাপ ফেলেছে গুজরাত টাইটান্স (GT vs RCB)। যদিও এবার শুভমন গিলের নেতৃত্বে ভাল-মন্দ মিশিয়ে কাটছে তাদের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগের ম্যাচে তাদের স্ট্র্যাটেজি নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। দলের সেরা বোলার সন্দীপ ওয়ারিয়রকে মাত্র ৩ ওভার বল করানো হয়েছিল। আগের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ৩৩ রানে ৪ উইকেট নেওয়া সাই কিশোরের হাতে বল তুলে দেওয়া হয় ১৯তম ওভারে। সব মিলিয়ে প্রশ্নের মুখে গিলের নেতৃত্ব।অন্যদিকে, সরু সুতোর ওপর ঝুলছে আরসিবির ভাগ্য। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এ বারের আইপিএলে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন কোহলি। যদিও গত ম্যাচে তাঁর মন্থর ইনিংস সুনীল গাওস্করের মতো কিংবদন্তির কাছেও হতাশাজনক মনে হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার গিলদের ঘরের মাঠে, আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত ও আরসিবি। যে ম্যাচে হারলে প্লে অফে যাওয়ার যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে আরসিবি-র, সেটাও নির্মূল হয়ে যাবে। অন্যদিকে ৯ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া গুজরাত হারলে প্লে অফের দৌড়ে প্রবল চাপে পড়ে যাবে। মহার্ঘ ২ পয়েন্টের লক্ষ্যেই নামছে দুই দল।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
GT vs RCB Live: ৯ উইকেটে জয়ী আরসিবি
৪১ বলে সেঞ্চুরি উইল জ্যাকসের। ৪ ওভার বাকি থাকতে গুজরাতের রান তাড়া করে ৯ উইকেটে জয়ী আরসিবি।