মুম্বই: দশ দলের আইপিএলে (IPL 2024) সবচেয়ে তলানিতে শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সাফল্যের খোঁজে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) অধিনায়ক করে এনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে সেই বদলে লাভ তো হলই না, উল্টে লজ্জায় ডুবল মুম্বই। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হার স্বীকার করতে হল মুকেশ ও নীতা অম্বানির দলকে। 


আর গোদের ওপর বিষফোঁড়ার মতো হয়ে রইল হার্দিকের শাস্তি। মন্থর ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত হলেন হার্দিক। কিন্তু যেহেতু মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে সব ম্যাচ খেলে ফেলেছে, তাই নির্বাসনের শাস্তি এই আইপিএলে হচ্ছে না। তবে হার্দিকের শাস্তি মকুব হচ্ছে না। বরং তা ঝুলে থাকছে পরের আইপিএল পর্যন্ত। পরের আইপিএলে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।


হতশ্রী মরশুমের শেষে পরের আইপিএলের নীল নকশা তৈরি করতে বসলেও ধাক্কা খেতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। কারণ, পাঁচবারের চ্যাম্পিয়নদের পরের আইপিএলে প্রথম ম্যাচে খেলতে হবে হার্দিককে ছাড়াই। চলতি আইপিএলে এ নিয়ে দুই অধিনায়ককে মন্থর ওভার রেটের জন্য নির্বাসনের শাস্তি পেতে হল। দিল্লি ক্যাপিটালস মন্থর বোলিং করায় এক ম্যাচ নির্বাসিত হতে হয়েছিল তাদের অধিনায়ক ঋষভ পন্থকে।


কী বলছে আইপিএলের নিয়ম? আইপিএলের বিধি অনুযায়ী, এক মরশুমে তিনবার নির্ধারিত সময়ের মধ্যে কোনও দল ২০ ওভার শেষ করতে না পারলে সেই দলের অধিনায়কের নির্বাসনের শাস্তি হয়। হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স এর আগে দু'বার মন্থর ওভার রেটের ভুল করেছিল। তবে দুটি ক্ষেত্রেই হার্দিকের জরিমানা হয়েছিল। তৃতীয় বার একই ভুল করায় হার্দিকের ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে। সেই সঙ্গে একটি ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে বঢোদরার অলরাউন্ডারকে। এ বারের আইপিএলে যেহেতু মুম্বই ইন্ডিয়ান্সের আর ম্যাচ বাকি নেই, তাই পরের আইপিএলের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না হার্দিক। এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


হার্দিকের পাশাপাশি জরিমানা হয়েছে গোটা দলেরই। দলের বাকি দশজন ক্রিকেটার ও ইমপ্যাক্ট প্লেয়ার মিলিয়ে বাকি ১১ জনের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে। প্রত্যেককে ১২ লক্ষ টাকা করে দিতে হবে।


আরও পড়ুন: ইডেনে আইপিএলের শেষ ম্যাচের পরই বাংলার ক্রিকেটে আচমকা পদত্যাগের ঢল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।