কলকাতা: সময়টা সত্যিই ভীষণ খারাপ যাচ্ছে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নিজেই ঢাকঢোল পিটিয়ে যোগ দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। অধিনায়কত্বও পেয়েছিলেন। কিন্তু কোনও সিদ্ধান্তই যে তাঁর পক্ষে যাবে না তা বোধহয় বুঝতে পারেননি বঢোদরার অলরাউন্ডার। বল হাতে প্রচুর রান খরচ করছেন। ব্যাট হাতে রান করতে পারছেন না পর্যাপ্ত। এমনকী মুম্বই অধিনায়ক হিসেবেও চূড়ান্ত ব্যর্থই বলা যায়। এখনও পর্যন্ত ৯ ম্য়াচ এবারের মরশুমে খেলেছেন হার্দিক। মুম্বই জয় পেয়েছে ৩ ম্য়াচে। প্লে অফের রাস্তাও কঠিন হচ্ছে ক্রমেই পাঁচবারের খেতাবজয়ীদের জন্য।


হার্দিকের মুম্বইয়ে কামব্যাক করা ও ব্যর্থতার জন্য চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে হার্দিক আদৌ সুযােগ পাবেন কি না তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে শিবম দুবেকে এগিয়ে রাখছেন হার্দিকের থেকে। তবে প্রাক্তন ভারতীয় পেসার বরুণ অ্য়ারণ অবশ্য হার্দিককেই এগিয়ে রাখছেন এই লড়াইয়ে। তবে হার্দিককে খোঁচাও দিয়েছেন বরুণ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমার মনে হয় হার্দিক নিজেও ভাবছে যে ও কেনই বা এল মুম্বই ইন্ডিয়ান্সে। এখানে এসে যে চাপটা ওকে সামলাতে হচ্ছে, তার কোনও দরকার ছিল না। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে ওখানে সাফল্য পেয়েছে। প্রথমবারেই দল চ্যাম্পিয়ন হয়েছিল। দ্বিতীয়বারেই রানার্স আপ। ওর কী দরকার ছিল মুম্বইয়ে আসার?''


 






এরপরই প্রাক্তন ভারতীয় পেসার আরও বলেন, ''হার্দিক মুম্বইয়ের হয়ে আইপিএলে খেলেছিল। মুম্বই ইন্ডিয়ান্সকে ভালবাসে ও। এখানকার সমর্থকদের টানে এসেছিল ও। কিন্তু অধিনায়কত্বের চাপ ওর পক্ষে সমস্যা বাড়িয়ে দিয়েছে। আমার মনে হয় নেতৃত্বের চাপ সরে গেলে ওর পারফরম্য়ান্সেও অনেক উন্নতি হবে আগের মত।''


এখনও পর্যন্ত চলতি আইপিএলে মুম্বই অধিনায়ক হিসেবে হার্দিক ৯ ম্য়াচ খেলে ১৯৭ রান করেছেন মাত্র। ১৫১.৫৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। ৩০ বছরের অলরাউন্ডার ঝুলিতে পুরেছেন মাত্র ৪ উইকেট। আসন্ন টি-টায়েন্টি বিশ্বকাপে হার্দিককে নেওয়ার ক্ষেত্রে একটা বিষয়ে নির্বাচকরা পরিষ্কার করে দিয়েছিলেন যে যদি বঢোদরার অলরাউন্ডার নিজের কোটার পুরো চার ওভার করতে পারেন, তবেই তাঁর কথা ভাবা হবে। কিন্তু ব্যক্তিগত ও দলের পারফরম্য়ান্স কোনও কিছুই হার্দিকের পক্ষে যাচ্ছে না।