আমদাবাদ: মাঝে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাচ্ছে সপ্তদশ আইপিএল (IPL)। শুক্রবার চেন্নাইয়ে এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচে যুযুধান চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (CSK vs RCB)। প্রথম ম্যাচেই মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি দ্বৈরথ।
রবিবার আইপিএলে অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচেই পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি গুজরাত টাইটান্স। আর সেই ম্যাচের আগে আরও শক্তিশালী হল হার্দিক পাণ্ড্যদের দল। কারণ, সেই ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন দলের প্রধান পেস অস্ত্র। যশপ্রীত বুমরা।
২০২৩ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ফল একেবারেই আশানুরূপ হয়নি। প্লে অফে উঠেছিলেন রোহিত শর্মারা। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে ৮১ রানে হারিয়েও দিয়েছিল। তবে কোয়ালিফায়ার টু-তে গুজরাত টাইটান্সের কাছে ৬২ রানে হেরে ছিটকে যেতে হয়েছিল। ফাইনালেও উঠতে পারেনি মুম্বই। ফাইনালে গুজরাত টাইটান্সকে হারিয়ে মুম্বইয়ের একটি অনন্য রেকর্ডেও ভাগ বসায় চেন্নাই সুপার কিংস। আইপিএলে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গর্ব ছিল একমাত্র মুম্বইয়ের। কিন্তু সিএসকে-ও এখন সেই কীর্তির যুগ্ম দাবিদার। এবারের আইপিএলে নতুন অঙ্গীকার নিয়ে অভিযান শুরু করছে মুকেশ ও নীতা অম্বানির দল।
আর অভিযান শুরুর আগে হার্দিক-রোহিতরা পেয়ে গেলেন বুম বুম বুমরাকে। শুক্রবার বুমরার আগমন বার্তা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্সই। লেখে, 'হোয়াই ফিয়ার? বুমরা ইজ় হিয়ার।' ভারতীয় দলের সেরা পেসার। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলারও বুমরা (Jasprit Bumrah)। তিনি বল হাতে নিলেই ব্যাটারদের যেন কাঁপুনি শুরু হয়ে যায়। যে কোনও পরিস্থিতি থেকে ম্য়াচ ঘোরানোর ক্ষমতা রাখেন। এমনকী, যে টি-টোয়েন্টি ক্রিকেটকে বলা হয় ব্যাটারদের খেলা, সেখানেও বল হাতে অবিশ্বাস্য সব স্পেল করেছেন বুমরা। ম্যাচও জিতিয়েছেন দলকে। এবার মুম্বই শিবির তাকিয়ে রয়েছে বুমরার দিকেই। যদি নতুন বল হাতে তিনি দ্রুত উইকেট তুলে নেন। বা ডেথ ওভারে মারণ ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প ছিটকে দিয়ে ম্যাচের রাশ তুলে দেন দলের হাতে।
আরও পড়ুন: IPL Exclusive: ইডেনে ক্রিকেট আর বিনোদনের ককটেল, কেকেআরের হয়ে গলা ফাটাতে মাঠে থাকবেন শাহরুখ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে