সন্দীপ সরকার, কলকাতা: তিনি বলিউডের সর্বকালের সেরা এন্টারটেনার? ক্যারিশমায় তিনিই কি সমসাময়িক সকলের চেয়ে এগিয়ে? খানেদের মধ্যে তিনিই কি অগ্রগণ্য? তর্ক চলতে পারে। চলুক।
তবে একটা ব্যাপার সকলে একবাক্যেই মেনে নেন। তিনিই কলকাতা নাইট রাইডার্সের (KKR) সেরা আকর্ষণ। নাইটদের ইউএসপি। তিনি মাঠে থাকা মানে কেকেআর শিবিরে একরাশ টাটকা অক্সিজেন। তাঁর মতো মোটিভেটর বিশ্ব সংসারে হাতে গোনা।
তিনি, শাহরুখ কিংগ খান। বলিউডের বাদশা। কেকেআরের অন্যতম মালিক। শনিবার, ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL) বোধনে বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য সেরা উপহার হতে চলেছেন শাহরুখই।
শনিবার ক্রিকেটের নন্দনকাননে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH) ম্যাচ দেখতে আসছেন শাহরুখ। ম্যাচের দুদিন আগেই দলকে সেটা জানিয়েও দিয়েছেন। প্রথা ভেঙে। এত আগাম নোটিস দিয়ে আসা যে তাঁর স্বভাববিরুদ্ধ। আপাতত তিনি বিদেশে। তবে শনিবারের কলকাতা সফর ক্যালেন্ডারে লিখে ফেলেছেন কিংগ খান।
শাহরুখ বরাবর দলের কাছে সারপ্রাইজ প্যাকেজ হতে চেয়েছেন। এমনিতেই তিনি নানারকম বিশ্বাস আঁকড়ে চলেন। শাহরুখের সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্টের শীর্ষকর্তাদের সঙ্গে কথা বললেই যে গল্প শোনা যায়। জানা যায়। যেমন, শাহরুখ মনে করেন, শুরু থেকে তিনি মাঠে থাকলে নাকি কেকেআর হেরে যায়। যে কারণে তিনি মাঠে আসেন খেলা শুরু হয়ে যাওয়ার কয়েক ওভার পরে। ইডেনে পাওয়ার প্লে চলছে। আর গ্যালারি উন্মুখ হয়ে চেয়ে রয়েছে বি ব্লকের বিখ্যাত সেই ব্যালকনির দিকে। যেখানে এসে দাঁড়ান শাহরুখ। ইডেনে আইপিএলে কেকেআরের ম্যাচে যে অপেক্ষা অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক সেরকমই, শাহরুখ মাঠে আসবেন কি না, তা নাকি ঠিক করেন ম্যাচের দিন সকালে। তারপর চার্টার্ড ফ্লাইটে পুত্র-কন্যা, বন্ধুদের দিয়ে উড়ে আসেন। কখনও কলকাতায়। কখনও বেঙ্গালুরুতে।
তবে এবার কেকেআরের ম্যাচ দেখতে এতটাই মুখিয়ে রয়েছেন শাহরুখ যে, আগাম জানিয়ে রেখেছেন, শনিবার আসছেন। আইপিএলে টানা দশ বছর ট্রফি হীন কেকেআর। সেই কবে ২০১৪ সালে ট্রফি এসেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বে। তারপর থেকে সঙ্গী শুধু হতাশাই। এমনকী, দলের ধারাবাহিক ব্যর্থতায় তিনি, প্রবল ইতিবাচক মানুষ শাহরুখও যেন দূরে সরেছিলেন। গত আইপিএলেও সব ম্যাচে ইডেনে আসেননি। দলের ওপর কি অভিমান হয়েছিল বাদশার?
তবে ঘুরে দাঁড়ানো শাহরুখই শিখিয়েছেন। পাঠান, জওয়ানের মতো ব্লকবাস্টারের হাত ধরে বক্সঅফিসে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছেন। এবার কি তাঁর দলের ঘুরে দাঁড়ানোর পালা? নিজে উদ্যোগ নিয়ে গম্ভীরকে মেন্টর করে ফিরিয়েছেন। রেকর্ড দামে মিচেল স্টার্ককে তুলে নিয়েছে কেকেআর। এবার কি ট্রফি ফেরানোর অপেক্ষা?
কেই বা ভুলতে পারে সিনেমায় তাঁর অমোঘ মন্ত্র - হার কে জিতনে ওয়ালোকো বাজিগর কহতে হ্যায়...
আরও পড়ুন: IPL 2024 Exclusive: রাত জেগে শরীরচর্চা, সারাদিন ঘুম, আন্দ্রে রাসেলের অবাক করা রুটিন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে