কলকাতা: তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) অগতির গতি। যেদিন খেলবেন, একা হাতে ম্যাচ বার করে দেবেন। যেদিন গোটা কেকেআর ব্যাটিং থরহরিকম্প হয়ে যাবে, একা কুম্ভ হয়ে ম্যাচের রং পাল্টে দিয়ে যাবেন ব্য়াট হাতে।


তিনি, আন্দ্রে রাসেল (Andre Russell)। এবারের আইপিএলে (IPL 2024) কেকেআরের প্রথম ম্য়াচে ১১৯/৬ হয়ে যাওয়া দলকেও যিনি পৌঁছে দিয়েছিলেন ২০০ রানের গদিতে। যাঁর দীর্ঘদিনের আক্ষেপ ছিল, কেকেআর তাঁকে আরও ওপরের দিকে ব্যাট করতে পাঠায় না। আট নম্বরে ব্যাট করেন। কখনও সখনও হয়তো সাতে। কেকেআর ভক্তদেরও অভিযোগ ছিল, দলের অন্যতম সেরা অস্ত্রকে কেন আরও বেশ বল খেলার সুযোগ দেওয়া হয় না। কেন ব্যাটিং অর্ডারে প্রোমোশন পান না রাসেল!


তবে গৌতম গম্ভীর মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছিলেন, দলে প্রত্যেকের কী দায়িত্ব তা স্পষ্ট করে দেবেন। তার ফলেই কি মানসিকতার পরিবর্তন হল ক্যারিবিয়ান অলরাউন্ডারের?


রবিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি কেকেআর। সেই ম্যাচের আগে রাসেল বলেছেন, 'ম্যাচ জিততে থাকলে কোথায় ব্যাট করছি সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি ম্যাচে থাকলেই হল। নিজের দায়িত্ব পালন করতে মুখিয়ে থাকছি। এমন জায়গায় ফিল্ডিং করব যেখানে ক্যাচ আসবে। সব সময়ই বল করার জন্য মুখিয়ে থাকছি। বেশিরভাগ লোকজন বলে আমি ব্যাটিং উপভোগ করি। তবে আমি বোলিংয়ের কথাও বলি। আমি এখন ব্যাটিং অলরাউন্ডার হয়ে গিয়েছি। কিন্তু বোলিংকে কখনও হেলাফেলা করিনি।'


রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে যখন সেঞ্চুরি করেছিলেন সুনীল নারাইন, স্বদেশীয় রাসেল ছিলেন উইকেটের অন্য প্রান্তে। নারাইনের পাশাপাশি তাঁরও উচ্ছ্বাস ছিল দেখার মতো। রাসেল বলেছেন, 'ওই ইনিংসটা স্পেশ্যাল ছিল। প্র্যাক্টিসেও ও দারুণভাবে বল মারছিল। মনে হচ্ছিল যে কোনও দিন সেঞ্চুরি করবে ও। শেষ পর্যন্ত ও সেটা পেরেছে দেখে খুব খুশি হয়েছিলাম। আমি শুধু ওকে অন্য প্রান্ত থেকে সমর্থন করার চেষ্টা করছিলাম। তবে এতদিন কারও সঙ্গে খেলার পর আবেগ লুকিয়ে রাখা কঠিন হয়ে যায়।'            


আরও পড়ুন: Travis Head Exclusive: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে আতঙ্ক, আইপিএলে কোন মন্ত্রে ধিক্কার বদলে গেল প্রেমে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।