সন্দীপ সরকার, কলকাতা: তিনি কেকেআর ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। ব্যাটে ঝড় তুলতে পারেন। প্রয়োজনের সময় হাত ঘুরিয়ে তুলে নিতে পারেন উইকেটও। সেই বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) মুগ্ধ দলের মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) ব্যবহারে। দলের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে বন্ধুর মতো মেশেন কিংগ খান। দেখা হলেই সকলের আগে খোঁজ নেন বাবা-মা সহ বাড়ির সকলের। এবারের আইপিএলে গৌতম গম্ভীর মেন্টর হিসাবে ফিরেছেন নাইট শিবিরে। জোড়া আইপিএল জয়ী অধিনায়ক কোন মন্ত্রে দীক্ষা দিচ্ছেন শিবিরকে? আইপিএলে গতবার দুরন্ত ছন্দে ছিলেন মধ্য প্রদেশের অলরাউন্ডার। এবার নিজের সামনে কী লক্ষ্য রাখছেন? টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের দরজা খুলবে? দলের সেরা অস্ত্র কী? আইপিএল (IPL) অভিযানে নামার আগে কেকেআরে সকলের প্রিয় ‘বেঙ্কি’ বাইপাসের ধারে টিমহোটেলে বসে খোলামেলা আড্ডা দিলেন এবিপি লাইভের সঙ্গে।


ব্যাটার নাকি অলরাউন্ডার?


আইয়ার বলছেন, 'নিজেকে অলরাউন্ডার হিসাবে তুলে ধরতে চাই। আমি সব সময় থ্রি ডাইমেনশনাল ক্রিকেটার হিসাবে নিজেকে দেখেছি। চেষ্টা করেছি তিন বিভাগেই অবদান রাখতে। তাতে দলের জন্য ভাল হবে।' যোগ করলেন, 'বোলিংকে খুব গুরুত্ব দিচ্ছি। আমি সব সময় চেয়েছি একাধিক বিষয়ে দলের হয়ে অবদান রাখতে। আমি ভারতীয় দলে হোক বা ঘরোয়া ক্রিকেটে মধ্য প্রদেশের হয়ে, কেকেআরের জার্সিতে – সর্বত্র বোলিং করেছি। গত মরশুমে আমার চোট ছিল। তাই বল করতে পারিনি। তবে এবার একশো শতাংশ ফিট। সবরকম পরিস্থিতিতে বল করতে তৈরি। নতুন বলে হোক, মাঝের বা ডেথ ওভারে, সব জায়গায় বল করতে প্রস্তুত। তবে জানি না দল কীভাবে খেলাবে। ইমপ্যাক্ট প্লেয়ারের জায়গাও রয়েছে। সেক্ষেত্রে বল করার সুযোগ কমে যায়। তবে বল করার সুযোগ পেলেই আমি উইকেট তুলতে চাই। অধিনায়ক ও কোচ বল করতে বললেই রান আপ নিয়ে ফেলব।'


ব্যক্তিগত লক্ষ্য


বেঙ্কির কথায়, 'ব্যক্তিগতভাবে কোনও লক্ষ্য রাখছি না। সকলের লক্ষ্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছি। দুর্ভাগ্যবশত রঞ্জি ট্রফির সেমিফাইনালে আমরা বিদর্ভের কাছে হেরে গিয়েছিলাম। এবারের আইপিএলে আমি চাই ফ্র্যাঞ্চাইজির জন্য আর সমর্থকদের জন্য ট্রফি জিততে।'


পছন্দের ব্যাটিং অর্ডার


আইয়ার চান যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে। বলছেন, 'পেশাদার ক্রিকেটার হিসাবে আমি নমনীয় থাকতে চাই। যেখানে ব্যাটিংয়ের সুযোগ পাব, নিজের সেরাটা দেব। ওপেন হোক বা তিন নম্বরে, বা যদি ফিনিশারের জায়গায় ব্যাট করতে বলে, আমি তৈরি। নিজের পছন্দের জায়গায় খেললে বিষয়টা দাঁড়াবে, আমি অন্য জায়গায় পারব না। সেই ধারণাটাই তৈরি হতে দিতে চাই না। তাই আমার কোনও প্রিয় ব্যাটিং অর্ডার নেই।'


গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি


আইয়ার বলছেন, 'কেকেআরের হয়ে সেঞ্চুরি করে ভাল লেগেছিল। কেকেআরের হয়ে অনেকদিন কেউ সেঞ্চুরি করেনি। সমর্থকদের আনন্দ দিতে পেরে ভাল লেগেছিল। আত্মবিশ্বাস বেড়েছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ওই ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম। এর থেকেই প্রমাণ হয় যে, ব্যক্তিগত নৈপুণ্যে কিছু হয় না। দল হিসাবে খেলতে হয়। তাতেই দল জিতবে। এই শিক্ষা আমি পেয়েছি সেই ম্যাচ থেকে। ব্যক্তিগত লক্ষ্য দূরে সরিয়ে রেখে দল হিসাবে ভাল খেলতে হবে। আপনি কত রান করলেন, কটা উইকেট নিলেন, দল হারলে সব গুরুত্বহীন হয়ে যায়।'


এবারের কেকেআর কেমন দল?


আইয়ার বলছেন, 'দলের ভারসাম্য খুব ভাল। সব ভূমিকার জন্য একাধিক ক্রিকেটার রয়েছে। নতুন বলে বোলিং হোক বা ডেথ ওভার, বিশ্বের অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ক দলে এসেছে। ফিল সল্ট দারুণ ক্রিকেটার। টি-টোয়েন্টিতে বিশ্বের দু’নম্বর। সদ্য দুটি সেঞ্চুরি করে এসেছে। ব্যাটিং টপ অর্ডারে দারুণ নাম। উইকেটকিপার হিসাবেও ভাল। কেকেআরের ডেথ ওভারের বোলিং নিয়ে প্রশ্ন উঠছিল। স্টার্ক এসে যাওয়ায় সেই জায়গাটা মজবুত হয়ে গিয়েছে। ওর অভিজ্ঞতা ভীষণ দামি হবে আমাদের জন্য।'


গম্ভীরের ক্লাসে কী শিখলেন?


গম্ভীরকে নিয়ে মন্ত্রমুগ্ধ বেঙ্কটেশ। বলছেন, 'ড্রেসিংরুমে গৌতম গম্ভীরের মতো কিংবদন্তির সঙ্গে থাকতে পারছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আবেশ খান আমার রাজ্য দলের সতীর্থ। খুব ভাল বন্ধু। গত আইপিএলে ও লখনউ সুপার জায়ান্টসে গম্ভীর স্যরের মেন্টরশিপে খেলেছে। গৌতম স্যর আমাদের দলে যোগ দেওয়ার পরেই আবেশ বলেছিল, অনেক কিছু শিখতে পারবি। খুব মজা হবে। আবেশ কেন বলেছিল, গত পাঁচ-ছ’দিনে সেটা বুঝে গিয়েছি। গম্ভীরের প্রত্যেক কথায় জোর রয়েছে। আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আস্থা অর্জন করে নেয়। আমার মনে হয় গৌতম গম্ভীর আমাদের শিবিরে যোগ দেওয়াটা বর পাওয়ার মতো। মরশুমের মাঝপথে ওর পরামর্শ কতটা কাজে দেয় দেখতে মুখিয়ে রয়েছি।' যোগ করলেন, 'গৌতম স্যর দলের স্বার্থকে প্রাধান্য দিতে বলেছেন। বলেছেন, ব্যক্তিগতভাবে কী করলে সেটা দল ভাল না করলে তা ধামাচাপা পড়ে যায়। ক্রিকেটারদের ও ভক্তদের কাছে শপথ নিয়েছে যে, দলের জন্য সব কিছু করতে প্রস্তুত। মেন্টর এরকম কথা বললে দলের সকলে আরও চনমনে হয়ে যায়। আমরাও ভাবছি, কীভাবে নিজেদের সেরাটা দেব। আমার মনে হয় এবার সব ক্রিকেটার আরও উজার করে খেলবে।'


বাদশাহি উষ্ণতা


টিমমালিক শাহরুখ খানকে নিয়েও মুগ্ধতা আইয়ারের। বলছেন, 'এবার এখনও শাহরুখ খানের সঙ্গে দেখা হয়নি। আশা করছি দ্রুত কথা হবে, দেখা হবে। যখনই দেখা হয়, ওঁর ব্যবহারের উষ্ণতা মন ছুঁয়ে যায়। দলের সকলকে নামে জানেন। ভালবাসেন। শুধু দলের মালিক হিসাবে নয়, বড় দাদার মতো মেশেন। যখনই দেখা হয়, সবার আগে বাড়ির খবর, বাবা-মা কেমন আছেন সেই খবর নেন। এর থেকেই বোঝা যায় কতটা সরল আর বড় মনের মানুষ। আশা করছি শীঘ্রই উনি কোনও বার্তা পাঠাবেন ক্রিকেটারদের জন্য।'


পণ্ডিতের পাঠশালা


মধ্য প্রদেশের রঞ্জি দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে কেকেআরেও কোচ হিসাবে পাচ্ছেন আইয়ার। তিনি বলছেন, 'চন্দু স্যরের প্রশিক্ষণেই আমরা বেশ কয়েক বছর ক্রিকেট খেলছি। মধ্য প্রদেশের ক্রিকেটারদের মধ্যে আমি, রজত, আবেশ ওঁর প্রশিক্ষণে খেলার সময়ই জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। আশা করছি আইপিএলেও ভাল হবে।'


প্রতিপক্ষ হায়দরাবাদ


আগের বার হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ইডেনে বিদ্ধ হয়েছিল কেকেআর। এবার কী প্রতিশোধের পালা? আইয়ার বলছেন, 'হ্যারি তো খেলছে না এবার ওদের হয়ে। আইপিএলে সব দলেই ভাল দেশি ও বিদেশি ক্রিকেটার। আমরা কোনও দলকেই অতিরিক্ত গুরুত্ব দিচ্ছি না। কোনও দলকে হাল্কাভাবেও নিচ্ছি না। নিজেদের পরিকল্পনাগুলো মাঠে নেমে প্রয়োগ করার চেষ্টা করব। সামনে কারা রয়েছে, চেন্নাই সুপার কিংস না মুম্বই ইন্ডিয়ান্স, সেসব নিয়ে ভাবছি না।'



টি-টোয়েন্টি বিশ্বকাপ


আইয়ারের কথায়, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে ভাবছি না। আমার হাতে শুধু ম্যাচ রয়েছে। দল নির্বাচন নিয়ে ভাবলে পারফরম্যান্সে প্রভাব পড়বে। আমার কাজ হল পারফর্ম করা। মাঠে নেমে দক্ষতা অনুযায়ী খেলা নিয়েই শুধু ভাবছি। নিজের প্রস্তুতিতে মনোনিবেশ করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবলে কেকেআরের প্রতি সঠিক ব্যবহার হবে না। আমার ধর্মই হল এখন কেকেআরকে নিজের সেরাটা দেওয়া।'


আরও পড়ুন: পিঠের ব্যথা কমেছে? ফিটনেস নিয়ে বিরাট আপডেট দিলেন কেকেআর অধিনায়ক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে