কলকাতা: অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টানা তিন ম্য়াচ জিতেছে তারা। আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রেয়স আইয়ারের দল। শুরুটা হয়েছিল সানরাইজার্সকে দিয়ে। এরপর আরসিবি ও শেষ ম্য়াচে দিল্লির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। সেভাবে তারকাখচিত দল নয়। কিন্তু তার পরও কেকেআরের এমন দুরন্ত পারফরম্য়ান্সে অনেকেই অবাক হয়েছে। আর এই পারফরম্য়ান্স সবার থেকে বের করে আনার যে অন্য়তম কারিগর, তাঁর নাম গৌতম গম্ভীর। দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছে এই মরশুম শুরুর আগে। নিজে কেকেআরের ঘরের ছেলে। তাঁর নেতৃত্বেই দু বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার দায়িত্ব অন্য়রকম। কিন্তু গম্ভীরের ছোঁয়ায় যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে আপাতদৃষ্টিতে অতি সাধারণ দেখা এই দলটাও। 


শেষ ম্য়াচে দিল্লির সঙ্গে জয়ের পর এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল গোটা স্টেডিয়ামে। আবেগপ্রবণ হওয়া গৌতম গম্ভীরকে খুব একটা দেখা যায় না। নিজের ক্রিকেট কেরিয়ার হোক বা ক্রিকেট ছাড়ার পর বরবারই সোজাসাপ্টা কথা বলা ও সিরিয়াস স্বভাবের গৌতম। কিন্তু এবারের আইপিএলে প্রাক্তন নাইট অধিনায়ককে দেখা গিয়েছে মাঠে হাসিখুশি মেজাজে বারবার। যে বিরাট কোহলির সঙ্গে তাঁর মাঠে তু তু মে মে.. চলত, তাঁকেই আলিঙ্গন করতে। এবার এক বিশেষ নাইট ভক্তের সঙ্গে দেখা করে তাঁকে স্নেহের চুম্বন উপহার দিলেন গম্ভীর। 


 






দিল্লির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। সেই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ২৭২ রান বোর্ডে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারাইন ঝোড়ো ৮৫ রানের ইনিংস খেলেন। জীবনের প্রথম আইপিএল ম্য়াচে খেলতে নেমেই অঙ্গকৃষ অর্ধশতরানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৬৬ রানেই অল আউট হয়ে যায় দিল্লি শিবির। 


আগামী সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে খেলতে নামবে কেকেআর। সেই ম্য়াচে জিতলে টনা চার ম্য়াচে জয় পাবে নাইট শিবির।


আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের, প্রথমে ব্যাট করবেন কোহলিরা, ম্যাচের লাইভ আপডেট