জয়পুর: গোলাপি শহর। রাজস্থানের জয়পুর। আজ এই শহরে ফের আইপিএলের ২২ গজের লড়াই। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাঁদের ঘরের মাঠে মুখোমুখি হবে আরসিবির (Royal Challengers Bengaluru)। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে সঞ্জু স্যামসনের (Sanju Samson) নেতৃত্বে অশ্বমেধের ঘোড়া ছুটছে রাজস্থান শিবিরের। এখনও পর্যন্ত তিন ম্য়াচের তিনটিতেই জয়। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে দল। অন্যদিকে চার ম্য়াচ খেলে আরসিবির সাফল্য ১ ম্য়াচ জয়। তবে গোলাপি শহরে নামার আগ পুরনো রেকর্ড কিন্তু আত্মবিশ্বাস জোগাবে ফাফ ডু প্লেসি, বিরাট কোহলিদের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ৩০টি ম্য়াচ খেলেছে রাজস্থান রয়্য়ালস। 


মুখোমুখি মহারণে দু দল


মোট ম্য়াচ: ৩০


রাজস্থান রয়্যালস জয়ী: ১২


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ী: ১৫


ফল হয়নি: ৩


গত মরশুমে আইপিএলে শেষবারের সাক্ষাতে দু বারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় ছিনিয়ে নিয়েছিল। একটি ম্য়াচে ৭ রানেও একটি ম্য়াচে ১১২ রানে জয় পেয়েছিল ফাফের দল। ২০২২ সালে তিনবার মুখোমুখি হয়ে ২ বার জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান ও একবার জয় পেয়েছিল আরসিবি। 


 






আরসিবি শিবিরে আগের বোলিং লাইন আপ কিছুটা চিন্তায় রাখবেই। যশ দয়াল কোনও ম্য়াচে ভাল পারফর্ম করলেও কোনও ম্য়াচে প্রচুর রান খরচ করছেন। অন্য় বোলারদের মধ্যে আগের ম্য়াচে রিস টোপলিকে খেলানো হয়েছিল একাদশে। তিনি ডেথ ওভারে প্রচুর রান হজম করেছিলেন। ক্যামেরন গ্রিনকে যত অর্থ খরচ করে দলে নেওয়া হয়েছে, তার যোগ্যতা এখনও রাখতে পারেননি তিনি। অন্য়দিকে রাজস্থান শিবির এই মুহূর্তে জয়ের অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে চলেছে। যশস্বী জয়সওয়ালকে নিজের সেরা ছন্দে দেখা যায়নি। কিন্তু সামগ্রিক দলগত পারফরম্য়ান্স এতটাই ভাল যে তিন ম্য়াচ খেলে তিনটিতেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। রাস্থান শিবিরের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট দলের বোলিং লাইন আপ। ট্রেন্ট বোল্ট নেতৃত্ব দিচ্ছেন পেস বিভাগকে। নান্দ্রে বার্গার নিজের প্রথম আইপিএলে খেলতে এসেই নজর কেড়েছেন। প্রথমে ফিল্ডিং করতে নামে বোল্ট, বার্গার জুটিকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিপক্ষ দলের ব্যাটারদের। এদিন অবশ্য পাওয়ার প্লে-তে বিরাট-ফাফ জুটিকে দ্রুত ফেরাতে না পারলেও সমস্যা বাড়বে রাজস্থানের। মিডল অর্ডারে রিয়ান পরাগের ধারাবাহিকতা ও অশ্বিন-চাহালের অভিজ্ঞতা রাজস্থানকে অপ্রতিরোধ্য করে তুলেছে টুর্নামেন্টে।