সন্দীপ সরকার, কলকাতা: আইপিএল (IPL 2024) রাতারাতি কত অজানা অখ্যাত তরুণকে যে প্রচারের আলোয় নিয়ে চলে আসে!


২৩ মার্চ। ইডেন  গার্ডেন্সে (Eden Gardens) সেদিন কলকাতা নাইট রাইডার্সের (KKR) চলতি মরশুমের প্রথম ম্যাচ ছিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কার্যত হারা ম্যাচ শেষ ওভারে জিতিয়ে দিয়েছিলেন তরুণ পেসার হর্ষিত রানা (Harshit Rana)। তিন উইকেট নিয়ে কেকেআর বোলিংয়ের সেরা মুখ হয়ে উঠেছিলেন তিনি।


তবে বোলিংয়ের চেয়েও সেদিন বেশি নজর কেড়ে নিয়েছিল তরুণ পেসারের মেজাজ। সেলিব্রেশনের ঘরানা। ময়ঙ্ক আগরওয়ালকে আউট করে চুমু ছুড়ে দিয়েছিলেন হর্ষিত। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আর ভিডিও ঝড় তুলেছিল। এমনকী, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের মহাতারকা রোহিত শর্মা হর্ষিতের ধাঁচে চুমু ছুড়ে দিয়ে খুনসুটি করেছিলেন ময়ঙ্কের সঙ্গে। সেই ছবিও ভীষণ জনপ্রিয় হয়ে যায়। ইডেনে ২৩ মার্চের ম্যাচে শুধু ময়ঙ্ককে চুমু ছুড়েই থামেননি হর্ষিত, আউট করে হেনরিখ ক্লাসেনকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন, যা নিয়ে দক্ষিণ আফ্রিকার তারকার সঙ্গে বচসাও হয় হর্ষিতের।


তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের ঠিক আগে কাঁধের চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন হর্ষিত। যা উদ্বেগ বাড়িয়েছিল কেকেআর শিবিরে। কারণ, ডেথ ওভারে হর্ষিতের পারদর্শিতা, তাঁর স্লোয়ার, কাটার নাইট বোলিংয়ের অস্ত্র হয়ে উঠেছিল। তাঁর পরিবর্তে বৈভব অরোরা দলে এসে নজর কেড়েছিলেন ঠিক কথা, তবে হর্ষিতকে নিয়ে হাহুতাশ বন্ধ হয়নি।


রবিবার, ১৪ এপ্রিল, পয়লা বৈশাখের দিন ঘরের মাঠে ফিরছে কেকেআর। ইডেনে সেদিন নাইটদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ খেলবে কেকেআর। আর তার আগেই সুখবর নাইট শিবিরে। বাঙালি নববর্ষের আগেই ফিট হর্ষিত। কাঁধের চোট সারিয়ে ফিরেছেন তিনি।


আইপিএলে প্রথম তিন ম্যাচ টানা জিতেছিল কেকেআর। যা আইপিএলের ইতিহাসে প্রথম। এর আগে কোনওদিন টুর্নামেন্টের শুরুতে টানা তিন ম্যাচ জেতেনি কেকেআর। তবে চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে হার মানতে হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দলকে। 


ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াই কেকেআরের। রবিবার লখনউ ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন হর্ষিত। চেন্নাই ম্যাচের পর কলকাতায় ফিরে দুদিন বিশ্রাম ছিল কেকেআর ক্রিকেটারদের। তবে শুক্রবার থেকে প্র্যাক্টিসে নেমে পড়ছেন ক্রিকেটারেরা। সব কিছু ঠিকঠাক চললে নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করে দেবেন হর্ষিতও।


আরও পড়ুন: একবেলা খাবার জোটাতে আম্পায়ারিং করতেন, সকালে রান করে বিকেলে বাদ! আইপিএল তারকার অজানা গল্প




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।