কলকাতা: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন তিনি। বল হাতে সাফল্য পেয়েছিলেন। শেষ ওভারে মাত্র ১৩ রানের পুঁজি নিয়ে কেকেআরকে ম্যাচ জিতিয়েছিলেন। পাশাপাশি ময়ঙ্ক অগ্রবালকে আউট করে চুম্বন ছুড়ে দিয়েছিলেন। হেনরিখ ক্লাসেনের সঙ্গেও বচসায় জড়িয়েছিলেন।


কেকেআরের সেই পেসার হর্ষিত রানার (Harshit Rana) বড়সড় শাস্তি হল এবার। আচরণবিধি ভাঙায় ম্যাচ ফি-র পুরোটাই জরিমানা হল। পাশাপাশি তাঁর ওপর নেমে এল নির্বাসনের খাঁড়া। এক ম্যাচ নির্বাসিত হলেন কেকেআর তারকা। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে হর্ষিতকে পাবে না কলকাতা নাইট রাইডার্স


ঘটনাটি ঘটেছে সোমবার ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে। এই ম্যাচেই দিল্লির উইকেটকিপার, ব্যাটার অভিষেক পোড়েলকে আউট করার পরে তাঁকে 'সেন্ড অফ' দেন হর্ষিত রানা। তাতেই শুরু সমস্যার। তিনি অভিষেক পোড়েলকে আউট করার পরে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার মতো আঙুল দেখাতে থাকেন। ঠিক যেভাবে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ক্লাসেনকে আউট করে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। বচসায় জড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকার সঙ্গে। সোমবার অভিষেককে উড়ন্ত চুম্বন ছুড়ে দেওয়ারও চেষ্টা করেন হর্ষিত। তবে শেষ পর্যন্ত সেই কাজ থেকে বিরত থাকেন। যদিও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। আইপিএলের আচরণবিধি ভাঙার অভিযোগে কাঠগড়ায় হর্ষিত। আর তাতেই কড়া শাস্তির মুখে পড়ে গিয়েছেন তিনি।


আইপিএলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আইপিএলের আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন রানা। কেকেআর পেসার লেভেল ১ অপরাধ করেছেন। এই অপরাধ রানা স্বীকার করে নিয়েছেন বলেও জানিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। লেভেল ১ অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা মেনে চলতে হবে সব পক্ষকে। রানাকে এর আগেও একই অপরাধে শাস্তি পেতে হয়েছে। দ্বিতীয় অপরাধ হওয়ায় এবার শাস্তি আরও কঠোর হল।                  


মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবার বিকল্প কাউকে খেলানোর কথা ভাবতে হবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।                      


আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মূল দলে ব্রাত্য, হতাশ রিঙ্কুকে আগলে রাখছেন স্বয়ং শাহরুখ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।