কানপুর: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মূল দলে জায়গা পাননি রিঙ্কু সিংহ (Rinku Singh)। নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের যে সিদ্ধান্ত হতবাক করেছে বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার, সকলকেই।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে রিঙ্কু মানসিকভাবে বিপর্যস্ত। জানালেন তারকা ক্রিকেটারের বাবা খানচন্দ্র সিংহ। যিনি এখনও বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডার ডেলিভারির কাজ করেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে রিঙ্কুকে। শুভমন গিল, আবেশ খান ও খলিল আমেদের সঙ্গে।
খানচন্দ্র বলেছেন, 'খুব আশা করেছিলাম সকলেই। বাড়িতে মিষ্টি, আতসবাজি কিনে আনা হয়েছিল। আমরা ভেবেছিলাম ও ভারতের একাদশে খেলবে। তাই খুব দুঃখ পেয়েছি। রিঙ্কুরও মন ভেঙে গিয়েছে। ওর মাকে ফোন করে জানিয়েছে যে, দলে ওর নাম নেই।'
গত আইপিএলে (IPL 2024) কেকেআর বনাম গুজরাত টাইটান্স ম্যাচে যশ দয়ালের (Yash Dayal) শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে দলকে জিতিয়ে রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন রিঙ্কু সিংহ। কলকাতা নাইট রাইডার্সের (KKR) ফিনিশার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন দ্রুত। চাপের মুখে বরফশীতল স্নায়ু, ক্লিনহিটের দক্ষতা, দলের সম্পদ হয়ে উঠেছিলেন উত্তর প্রদেশের বাঁহাতি তারকা। অচিরেই জাতীয় দলে ডাক। ভারতীয় দলের জার্সিতেও নজরকাড়া পারফরম্যান্স। জাতীয় দলের হয়ে ১৫টি ওয়ান ডে ম্যাচে ৩৫৬ রান করেছিলেন রিঙ্কু। দুটি হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট ১৭৬.২৩। সকলে ধরেই নিয়েছিলেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ডাক পাবেন কেকেআর তারকা।
যদিও শেষ পর্যন্ত নির্বাচকেরা তাঁর পরিবর্তে শিবম দুবেকে এগিয়ে রেখেছেন। যা নিয়ে সমালোচনার ঝড়। ভারতীয় দলে চার স্পিনার রাখা নিয়েও চর্চা চলছে। বিশেষ করে অক্ষর পটেলের অন্তর্ভুক্তি অনেকেই মেনে নিতে পারছেন না। সম্মিলিত মত হল, অক্ষরের চেয়ে ফিনিশার হিসাবে অনেক বেশি কার্যকরী হতে পারেন রিঙ্কু।
এই পরিস্থিতিতে রিঙ্কুকে আগলে রাখার চেষ্টা করছেন স্বয়ং কেকেআর মালিক শাহরুখ খান। মঙ্গলবার কেকেআর ক্রিকেটারেরা মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে দুপুরে বাণিজ্য নগরীতে উড়ে গেলেও রিঙ্কুকে নিয়ে সন্ধ্যায় আলাদা ফ্লাইটে করে যান শাহরুখ। আইপিএলে কি ব্যাট হাতে উপেক্ষার জবাব দেবেন বাঁহাতি ক্রিকেটার?
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মূল দলে ব্রাত্য, হতাশ রিঙ্কুকে আগলে রাখছেন স্বয়ং শাহরুখ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।