সন্দীপ সরকার, কলকাতা: পর্দায় তাঁদের রসায়ন দেখে মজেছে আট থেকে আশি। একজনের প্রেমে অন্যজন এমন মজেছিলেন যে, সীমান্তের কাঁটাতারও বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। বলিউডে অমর হয়ে রয়েছে বীর-জ়ারার সেই প্রেমকাহিনি।


পর্দার বাইরে অবশ্য বীর প্রতাপ সিংহ তথা শাহরুখ খান (Shah Rukh Khan) ও জ়ারা হায়াত খান অর্থাৎ প্রীতি জ়িন্টার (Preity Zinta) বন্ধুত্ব নিবিড়। আইপিএলে দুজনের দলও রয়েছে। শাহরুখ কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক। প্রীতি পাঞ্জাব কিংসের মালকিন। আইপিএলে এই দুই দল মুখোমুখি হওয়া মানেই অভিনয় জগতের দুই তারকার মাঠে উপস্থিতি। যা ম্যাচের আকর্ষণ বাড়িয়ে দেয় কয়েক গুণ। 



শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি সেই দুই দল - কেকেআর ও পাঞ্জাব কিংস। আর সেই ম্যাচে প্রীতির দলের বিরুদ্ধে নাইটদের হয়ে গলা ফাটাতে হাজির থাকছেন কিংগ খান। বাজিগর যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে থাকবেন, সোমবার সেই খবর প্রথম লিখেছিল এবিপি লাইভ বাংলা। সেই খবরেই অনুমোদন পড়ল শুক্রবার। এদিনে বিকেলে কলকাতায় পৌঁছে গেলেন কিংগ খান। সঙ্গে কনিষ্ঠ পুত্র আব্রামও। বিমানবন্দরে প্রিয় নায়ককে দেখেই বাঁধভাঙা উচ্ছ্বাস ভক্তদের।


পরনে কালো রংয়ের রাউন্ড নেক ওভারসাইজ়ড টি শার্ট। চোখে রোদচশমা। পনিটেল চুল। বাবার পোশাকের সঙ্গে মিলিয়ে সেজেছে আব্রামও। বিমানবন্দর থেকে শাহরুখকে বেরতে দেখেই স্লোগান উঠল। নিজের নামে জয়োধ্বনি শুনে শাহরুখও হাত নাড়লেন। তাতেই অনুরাগীরা খুশি। প্রিয় নায়কের নাম ধরে টানা চলল স্লোগান। গাড়িতে উঠে টিম হোটেলের দিকে রওনা হয়ে যান শাহরুখ। সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী।


কেকেআরের (KKR vs PBKS) ম্যাচে গত কয়েক মরশুমে নিয়মিতভাবে দেখা যেত না শাহরুখকে। যা নিয়ে প্রশ্নও উঠেছে। অনেকেই বলাবলি করেছেন, শাহরুক কি দল নিয়ে আশা হারাচ্ছেন? ২০১৪ সালের পর থেকে আর ট্রফি জেতেনি কেকেআর। তাতেই কি হতোদ্যম হয়ে পড়েছেন বাজিগর?


এবারের আইপিএলে অবশ্য অন্য মেজাজে রয়েছেন শাহরুখ। তিনি নিজে উদ্যোগী হয়ে গৌতম গম্ভীরকে ফিরিয়েছিলেন মেন্টর হিসাবে। এবার ট্রফি ফেরাতেও মরিয়া শাহরুখ। মাঠে গিয়ে নিজে গলা ফাটাচ্ছেন দলের হয়ে।


আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, কেকেআরের দল থেকে স্টার্ক বাদ, কেন কোপ পড়ল বিশ্বকাপজয়ী তারকার ওপর?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।