সন্দীপ সরকার, কলকাতা: আশঙ্কা ছিলই। সেটাই শেষ পর্যন্ত সত্যি হল। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার পেসার জায়গা হারালেন কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ থেকে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মিচেল স্টার্ককে (Mitchell Starc) কেকেআরের (KKR vs PBKS) দলে রাখা হয়নি। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও তাঁর নাম নেই।
শুক্রবার ইডেনে (Eden Gardens) টসের তখন আধ ঘণ্টা বাকি। নাইট ক্রিকেটারেরা তখন মাঠের এক পাশে গা ঘামাচ্ছেন। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে দেখা গেল দলের সব ক্রিকেটার ও বাকি সাপোর্ট স্টাফদের জড়ো করলেন। টিম হাডল করে কেকেআরের ক্যাপ তুলে দিলেন শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরার হাতে। তখনই বোঝা গিয়েছিল, স্টার্কের ওপর সম্ভবত খাঁড়া নেমে আসতে চলেছে।
তবু সকলে অপেক্ষা করেছিলেন টিমলিস্টে স্টার্কের নাম থাকে কি না দেখার জন্য। কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার টসের পর জানালেন, খেলছেন না স্টার্ক। তাঁর কথায়, 'স্টার্কির (দলে অস্ট্রেলীয় পেসারের ডাকনাম) আঙুল আগের ম্যাচে কেটে গিয়েছিল। সেই চোট সারেনি। সেই জন্য ও খেলতে পারছে না।' তবে স্টার্ক বাদ পড়লেন, না সত্যিই চোটের জন্য কপাল পুড়ল, তা হলফ করে বলা যাচ্ছে না।
গত ডিসেম্বর মাসে রেকর্ড দামে স্টার্ককে কিনেছিল কেকেআর। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার তারকা পেসারকে দলে নিয়েছিল নাইট শিবির। কিন্তু প্রত্যাশাপূরণ করতে পারেননি স্টার্ক। ৭ ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ৬ উইকেট। ওভার প্রতি প্রায় সাড়ে ১১ রান করে খরচ করছেন। কেকেআর টিম ম্যানেজমেন্ট ভেবেছিল, ডেথ ওভারে স্টার্ককে দিয়ে নিয়মিত বোলিং করানো হবে। স্যুইং আর গতির সংমিশ্রণে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেবেন, এমনটাই ভেবেছিলেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিতরা।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য চিত্র। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টেল এন্ডার কর্ণ শর্মা শেষ ওভারে পরপর তিন ছক্কা মেরে প্রায় হারিয়েই দিয়েছিলেন কেকেআরকে। তারপর থেকেই স্টার্ককে বসানোর দাবি উঠছিল। সেই ম্যাচে নিজের বলে কর্ণ শর্মার ক্যাচ ধরে আঙুলে চোট পেয়েছিলেন স্টার্ক। সেই চোটের জন্যই কি বাদ পড়লেন, নাকি রয়েছে অন্য অঙ্ক?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।