চেন্নাই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সহজ ক্যাচ ফেলেছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভুল শুধরে নিয়েছেন। দুরন্ত ক্যাচ ধরে দলের জয়ে অবদান রেখেছেন ফিল্ডিংয়েও।
সুনীল নারাইন (Sunil Narine) নাকি মন্থর। দুই উইকেটের মধ্যে দৌড়তে পারেন না। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটে ঝড় তোলার পাশাপাশি দৌড়েছেন। রান নেওয়ার সময়। ফিল্ডিংয়ের সময়।
তিনি, ক্রিকেট অন্ত প্রাণ শাহরুখ খান (Shah Rukh Khan) কি আর খুশি না হয়ে থাকতে পারেন? দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে কেকেআরের (KKR) ম্যাচ দেখতে হাজির হয়ে গিয়েছিলেন বিশাখাপত্তনমে। সেখানে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় দেখে যারপরনাই খুশি বাজিগর। ম্যাচের পর হাজির হয়ে গিয়েছিলেন কেকেআরের ড্রেসিংরুমে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন, মজা করেন বলিউডের বাদশা। শুক্রবার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেকেআর।
সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেটারদের সঙ্গে খুনসুটি করছেন শাহরুখ। দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর ম্যাচ দেখতে গিয়েছিলেন বেগুনি শার্ট পরে। দলের জার্সির রংয়ের সঙ্গে মিলিয়ে। ড্রেসিংরুমে শাহরুখ বলেন, 'দেখে খুব ভাল লাগছে যে বরুণ ক্যাচ ধরছে।' লজ্জায় মুখ লাল হয়ে যায় বরুণের। হাসিতে ফেটে পড়ে গোটা দল। হাসতে থাকেন বরুণও। শাহরুখ বলেন, 'সুনীল এত জোরে দৌড়চ্ছে দেখেও ভাল লাগছে।' ফের হাসির রোল ওঠে ড্রেসিংরুমে।
শাহরুখ যখন কথা বলেন, গোটা বিশ্ব যেন মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে। ঠিক যেরকম শুনছিলেন কেকেআরের ক্রিকেটারেরাও। শাহরুখ বলে চলেন, 'তোমাদের হাসিখুশি দেখে খুব ভাল লাগছে। এরকমই থাকো। শরীরের খেয়াল রাখো। ঈশ্বর সকলকে ভাল রাখুন। কোচ আমাকে বলছিল যে, তোমার নাকি মনে করো আমি মাঠে এসে তোমাদের জেতাই। পরের ম্যাচে যদি আসতে না পারি তাহলে একটু জেতার চেষ্টা কোরো।' হাসতে হাসতে শাহরুখ যোগ করেন, 'তবে আমি পরের ম্যাচেও আসার চেষ্টা করব আর তোমাদের জন্য যা যা করে থাকি করব।'
আরও পড়ুন: মুম্বই শিবিরে যোগ দিলেন সূর্য, খাদের কিনারা থেকে টেনে তুলতে পারবেন দলকে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।