মুম্বই: তিনি কবে মাঠে ফিরবেন, সেই প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল সমর্থকদের মনে। চোটের জন্য টুর্নামেন্টের শুরু থেকে দেখা যায়নি তাঁকে। এরই মধ্য়ে দল তিনটি ম্য়াচে মাঠে নেমে টানা হারের হ্যাটট্রিক করেছে। শুক্রবার মুম্বই (Mumbai Indians) সমর্থকদের জন্য খুশির খবর এল। দলে যোগ দিলেন সূর্যকুমার যাদব (Suryakuma Yadav)। আগেই এনসিএ থেকে পুরো ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন স্কাই। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার। দলের খারাপ পরিস্থিতিতে তিনি যোগ দেওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে হার্দিক বাহিনী। মুম্বই ইন্ডিয়ান্সকে কি এবার জয়ের সরণিতে ফিরিয়ে আনতে পারবেন সূর্যকুমার?


এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে তিনটি ম্য়াচ খেলে তিনটি ম্য়াচেই হেরেছে। প্রথম ম্য়াচে তারা হেরেছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্য়াচে মুম্বইকে হারতে হয়েছে সানরাইজার্স ও তৃতীয় ম্য়াচে রাজস্থান হারিয়ে দিয়েছিল তাঁদের। ঘরের মাঠে প্রথম ম্য়াচ ছিল রাজস্থানের বিরুদ্ধে। সেখানেও হার। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার দলের সঙ্গ যোগ দেওয়ায় নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস বাড়বে দলের। ইতিমধ্য়েই নেটে নিজের স্বমহিমায় দেখা গিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটারকে। কুমার কার্তিকেয়র বলে অনুশীলনেও ছক্কাও হাঁকালেন সূর্য।


 






চলতি আইপিএলে সবচেয়ে খারাপ পরিস্থিতি মুম্বই শিবিরের। হার্দিক পাণ্ড্য়কে অধিনায়ক করে নিয়ে আসার পর থেকে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি দল। এছাড়াও দলের ভেতরেও কোন্দল শুরু হয়ে গিয়েছে। অনেকেই হার্দিকের নেতৃত্বে খেলতে চাইছেন না। রোহিত শর্মা তো জানিয়েই দিয়েছেন যে তিনি আর পরের মরশুম থেকে মুম্বই শিবিরে খেলবেন না। এমনকী শোনা যাচ্ছে যে সে তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদবও। যশপ্রীত বুমরাও রয়েছেন তালিকায়। সেক্ষেত্রে তিন তারকারই এবারের মরশুম শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে। আগামী রবিবার ৭ এপ্রিল দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে মুম্বই। এখন দেখার সূর্য প্রথম একাদশে সুযোগ পান কি না। আর পেলেও তিনি দলকে জয় এনে দিতে পারেন কি না।