কলকাতা: বরাবরই খেলধুলোকে প্রাধান্য দিয়েছেন তিনি। ক্রিকেট হো বা ফুটবল বা ছোট খেলা, সবেতেই সমান গুরুত্ব দিয়েছেন। এই মুহূর্তে রাজ্যে লোকসভা নির্বাচন চলছে। ভোটের রমরমা বাজার, চারিদিকে প্রচারের চাপ। এরমধ্যেও চোখ রেখেছিলেন আইপিএল ফাইনালের ২২ গজে। কারণ সেখানে যে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সানরাইজার্সের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ম্য়াচ জিতে তৃতীয়বারের জন্য আইপিএল (IPL 2024) খেতাব জিততেই শাহরুখের দলকে শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


বাংলার মুখ্যমন্ত্রী তাঁর সোশ্য়াল মিডিয়া পোস্টে লেখেন, ''কলকাতা নাইট রাইডার্সের এই জয়ে গোটা বাংলায় উৎসবের আমেজ বইছে। আইপিএলের এই মরশুমে রেকর্ড ভাঙা-গড়ার পারফরম্য়ান্সের জন্য আমি খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও ফ্র্যাঞ্চাইজিকে অভিনন্দন জানাতে চাই। আগামী বছরগুলিতে আরও এইরকম দুর্দান্ত পারফরম্য়ান্সের আশা রাখছি। এই সাফল্য আগামীতেও বজায় থাকুক।''


 






উল্লেখ্য, শাহরুখকে কতটা স্নেহ করেন মমতা তা কারও অজানা নয়। বাদশা একটা সময় বাংলার ব্র্যান্ড অ্য়াম্বাসেডরও ছিলেন। ২০১২ ও ২০১৪ মরশুমে কেকেআর আইপিএল জিতে ফেরার পর রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। উদ্যোগী হয়েছিলেন সেবার মমতা ও তাঁর সরকার। এবারও তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, প্লে অফে ও ফাইনালে দুবারই সানরাইজার্সকে হারিয়ে দিল কেকেআর। আর দুবারই একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে নাইট শিবির। গতকাল ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে কেকেআর বোলারদের দাপুটে পারফরম্য়ান্সের সুবাদে ১১৩ রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স। স্টার্ক ২, রাসেল ৩ ও নারাইন, হর্ষিত ও বৈভব একটি করে উইকেট নেন। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ১০.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। ৩৯ রান করেন গুরবাজ। অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত থাকেন বেঙ্কটেশ আইয়ার। শ্রেয়স আইয়ার ৬ রান করে অপরাজিত থাকেন। ম্য়াচে ৩ ওভারে ১৪ রান খরচ করে ২ উইকেট পেয়ে ম্য়াচের সেরা হন মিচেল স্টার্ক।