কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ৭ উইকেটে জয় পেল শ্রেয়স আইয়ারের দল। তারা দ্বিতীয় স্থানেই রয়ে গেল। এই মুহূর্তে ৬টি জয় নিয়ে মোট ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছে নাইট শিবির। অন্য়দিকে রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্টের সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষেই রয়ে গিয়েছে। 

একনজরে পয়েন্ট টেবিল (কেকেআর-দিল্লি ম্য়াচের পর)

দল ম্য়াচ জয় হার পয়েন্ট
রাজস্থান রয়্যালস ১৬
কলকাতা নাইট রাইডার্স ১২
চেন্নাই সুপার কিংস ১০
সানরাইজার্স হায়দরাবাদ ১০
লখনউ সুপারজায়ান্টস ১০
দিল্লি ক্যাপিটালস ১১ ১০
গুজরাত টাইটান্স ১০
পাঞ্জাব কিংস
মুম্বই ইন্ডিয়ান্স
রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০

পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপারজায়ান্টস তিনটি দলই ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে। কিন্তু রান রেটের বিচারে এগিয়ে আছে রুতুরাজ গায়কোয়াডের সিএসকে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্য়াচ এবারের আইপিএলে খেলেছে দিল্লি ক্যাপিটালস। তারা মোট ১১ ম্য়াচ খেলে ফেলল আজকের ম্য়াচের পর। কিন্তু ১১ ম্য়াচে ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট পুরতে পেরেছে তারা। প্লে অফের রাস্তা কিছুটা কঠিন করল তারা আজকের ম্য়াচে হারের পর। পয়েন্ট টেবিলে তারা ছয় নম্বরেই রয়েছে এই মুহূর্তে। নীচের দিক থেকে সবার তলানিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা আগের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছে তাদেরই ঘরের মাঠে। ১০ ম্যাচে মাত্র তিনটি জয় রয়েছে বিরাটদের ঝুলিতে। এবারেও প্লে অফের সম্ভাবনা আরসিবির একেবারেই ক্ষীণ। যদি কোনও মিরাক্যাল হয়, তবেই হয়ত তাদের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। মুুম্বই ইন্ডিয়ান্সের জন্যও রাস্তা কিছুটা কঠিন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র তিনটি জয়। ঝুলিতে ৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে হার্দিক পাণ্ড্যর দল। মঙ্গলবার লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। এই ম্য়াচ জিতে পয়েন্ট টেবিলে কিছুটা ওপরের দিকে ওঠার চেষ্টা করবে মুম্বই শিবির। 

আরও পড়ুন: ধারাবাহিক পারফরম্য়ান্স আইপিএলে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পন্থকেও টেক্কা দিতে পারেন স্যামসন