সন্দীপ সরকার, কলকাতা: সোমবার ম্যাচের আগে তখন কলকাতা নাইট রাইডার্সের (KKR vs DC) ওয়ার্ম আপ চলছে। বোলিং রান আপ মার্ক করছেন বৈভব অরোরা, হর্ষিত রানা এমনকী, রামনদীপ সিংহও। কিন্তু তিনি কোথায়?


আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। যাঁকে মুখ করে এবার বোলিং বিভাগ সাজিয়েছে কলকাতা নাইট রাইডার্স, সেই মিচেল স্টার্ক কোথায়?


খানিক পরে দেখা গেল, অস্ট্রেলীয় পেসার বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে খোশগল্প করছেন। তবে মাঠে নামেননি। মাঠে তখন জোর আলোচনা, স্টার্কের চোট হয়তো সারেনি। কেকেআরের চতুর্থ বিদেশি কে হবেন, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।


যদিও সব জল্পনার অবসান ঘটল টসের সময়ই। টস জিতে ইডেনে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। আর কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়ে দিলেন, স্টার্ক খেলছেন। দলের প্রথম একাদশে রাখা হয়েছে বাঁহাতি পেসারকে।


টসের পর পন্থ বলেন, 'আমরা প্রথমে ব্যাট করব। আমাদের দল যেরকম ছন্দে রয়েছে, তাতে শুরুতে বোর্ডে বড় রান তুলে নিতে পারলে ভাল হয়। পিচ দেখে মনে হয়েছে একটু মন্থর। আমরা এক-একটা ম্যাচ ধরে এগতে চাই।' দিল্লি দলে ফিরেছেন পৃথ্বী শ। বাংলার অভিষেক পোড়েল একাদশে থাকলেও মুকেশ কুমারের জায়গা হয়নি।               


 






পন্থের প্রথমে ব্যাট করার কৌশল নিয়ে যদিও প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, ইডেনে যেখানে প্রথমে ব্যাট করে ২৬১ রানও সুরক্ষিত নয়, সেখানে রান তাড়া করার সুযোগ দিয়ে কি কেকেআরের সুবিধা করে দিল দিল্লি শিবির?


শ্রেয়স সাফ বলে দিলেন, 'আমরা শুরুতে বল করতেই চেয়েছিলাম। ঋষভ আর আমি টসের আগে আলোচনা করছিলাম। তাতে ও বলল ব্যাট করতে চায়। আমি তখনই বলে রেখেছিলাম ফিল্ডিং করব। পুরো বিষয়টা সহজ সরল রাখার চেষ্টা করছি। ২৬০ রান করেও হেরে গেলে একে অন্যের ওপর দোষারোপ করাটা সহজ।'



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।