সন্দীপ সরকার, কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ড্রেসিংরুমে কি সত্যিই অশান্তি ছড়িয়েছে?


জল্পনা তুঙ্গে। বলাবলি হচ্ছে, নীতা ও মুকেশ অম্বানির দলে এখন তুমুল বিভাজন। এক দল রোহিত শর্মার (Rohit Sharma) দিকে। অন্য দল হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) অনুরাগী। পাঁচবার আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিতকে সরিয়ে হার্দিকের মাথায় নেতৃত্বের মুকুট তুলে দেওয়ার পর থেকে বিতর্ক। সমর্থকেরা যে সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেনি। গোদের ওপর বিষফোঁড়ার মতো হয়েছে, দলের হতশ্রী পারফরম্যান্স। ১২ ম্যাচের মধ্যে আটটিতে হার। প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ দুই ম্যাচ কার্যত নিয়মরক্ষার। যার প্রথমটি, শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।


সেই ম্যাচের আগে মুম্বইয়ের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজ়েকে এবিপি লাইভ বাংলা জিজ্ঞেস করেছিল, দলে অশান্তি নিয়ে এত জল্পনা, ড্রেসিংরুমের আবহটা ঠিক কীরকম? 


প্রোটিয়া পেসার বললেন, 'আমার মনে হয় ড্রেসিংরুমে আবহ বেশ ভাল। আমরা প্রত্যেক ম্যাচে নিজেদের সেরাটা দিয়েছি। ভাল প্রস্তুতি নিয়েছি। আমরা কিছু ভুল হয়তো করেছি। কোনও কোনও ম্যাচে দাঁড়াতেই পারিনি। তবু ড্রেসিংরুমের ছবিটা তাতে বদলায়নি। আমাদের দলের নেতৃত্ব শক্ত হাতে। ক্রিকেটারেরা দারুণ। এ নিয়ে বেশি কিছু আলোচনার দরকারই নেই। ধারাবাহিকভাবেই ড্রেসিংরুমে দারুণ আবহ রয়েছে। টুর্নামেন্টের শুরু থেকে।' 


 






রোহিত-হার্দিক বিভেদ নিয়ে জল্পনা ওড়ানোর পাশাপাশি, ক্যাপ্টেন হার্দিকের প্রশংসাও করেছেন কোয়েৎজ়ে। বলেছেন, 'হার্দিক খুব ভাল অধিনায়ক। প্রত্যেক অধিনায়কেরই কিছু নিজস্ব ভঙ্গি থাকে। ধরন থাকে। কোনও অধিনায়কই অন্যজনের মতো হয় না। হার্দিক সত্যিই ভাল করছে। দলকে উদ্বুদ্ধ করছে। ওর পরিকল্পনা সকলের কাছে স্বচ্ছ। পরিষ্কার। অধিনায়ক হিসাবে ও সত্যিই ব্যতিক্রমী।'


দক্ষিণ আফ্রিকার পেসারের মন্তব্যের পরেও কি জলঘোলা থামবে?                                                  


আরও পড়ুন: গোয়েঙ্কা-রাহুল বিতর্কের মধ্যেই কেকেআর তারকার স্বীকারোক্তি, হারলেও দলকে আগলে রাখেন শাহরুখ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।