সন্দীপ সরকার, কলকাতা: কেউ কি টাইম মেশিন চালিয়ে দিল? এটা কি ২০২৪ সালের এপ্রিল? নাকি ১২ বছর আগের মে মাসের এক বিকেল?


আইপিএলে (IPL 2024) ইডেনে (Eden Gardens) বঙ্গভঙ্গ দেখা গিয়েছিল ২০১২ সালের ৫ মে। যেদিন শাহরুখ খানের নাইটদের বিরুদ্ধে ইডেনে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। পুণে ওয়ারিয়র্সের জার্সিতে। ইডেন গ্যালারি সেদিন প্রিয় কেকেআরের সঙ্গে পাল্লা দিয়ে গলা ফাটিয়েছিল দাদার সমর্থনেও।


যে স্মৃতি ফিরল ইডেনে। ১২ বছর পর বৈশাখের এক কাঠফাটা দুপুরে গ্যালারির শব্দব্রহ্ম শুনে চমকে উঠতে হল। টসের সময় থেকে একদল গলা ফাটিয়ে গেল কেকেআর, কেকেআর ধ্বনিতে। আর এক দল পাল্লা দিয়ে তারস্বরে চিৎকার করে গেল, আরসিবি, আরসিবি... 


২০১২ সালের বিভাজন প্রিন্স অফ ক্যালকাটার জন্য হলে, চব্বিশের গ্যালারি দুভাগ হয়ে গেল এক ব্যাটিং সম্রাটের জন্য। বিরাট কিংগ কোহলি। নেতৃত্ব গিয়েছে তো কী হয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (KKR vs RCB) সেরা মুখ যে এখনও তিনিই। চলতি আইপিএলে তাঁর দল হারছে। কিন্তু তিনি ব্যাট হাতে স্বপ্নের ফর্মে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা নিয়ে যাবতীয় প্রশ্নকে মাঠের বাইরে উড়িয়ে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন কোহলি


বিরাটের জন্য গ্যালারির সমর্থন দুভাগ হয়ে গেলেও, সুনীল নারাইনের ব্যাটিং বিক্রম না চললেও, নাইটদের স্কোরবোর্ড বেশ উজ্জ্বল হয়ে রইল। ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে কেকেআর তুলল ২২২/৬।


ব্যাটিং বিভাগকে নেতৃত্ব দিলেন এমন কয়েকজন, যাঁদের কারও হয়তো আইপিএলে খেলারই কথা ছিল না, কেউ আবার মাঠের বাইরের খবরের জন্য বেশি করে শিরোনামে উঠে এসেছেন। জড়িয়েছেন বিতর্কে। প্রথমজন, ফিল সল্ট। জেসন রয় সরে না দাঁড়ালে যাঁর আইপিএল দরজাই খুলত না। রবিবার ইনিংস ওপেন করে ১৪ বলে করে গেলেন ৪৮ রান। সাত চার, তিন ছক্কা। লকি ফার্গুসনের এক ওভারে নিলেন ২৮ রান। ৩৪২.৮৫ স্ট্রাইক রেটে রান করলেন।


অন্যজন, শ্রেয়স আইয়ার। আইপিএলের আগে যিনি শিরোনামে ছিলেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায়। সঙ্গে চোট নিয়ে জল্পনা। স্ট্রাইক রেট নিয়ে তর্ক। সব কিছুকে আপাতত ওড়ালেন নাইট অধিনায়ক। ৩৬ বলে ৫০ রান করে তিনিই রবিবার কেকেআরের সর্বোচ্চ স্কোরার।


তবু কেকেআরের স্কোর দুশো নাও পেরতে পারত। যদি না ব্যাটিং অর্ডারের ছয়, সাত ও আটে তিনজন খুনে মেজাজে ব্যাটিং না করতেন। রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল ও রামনদীপ সিংহ। প্রথমজন ১৬ বলে করলেন ২৪ রান। দ্বিতীয়জন ২০ বলে ২৭ করে অপরাজিত রইলেন। আর ৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসে আগুন জ্বাললেন রামনদীপ।


শাহরুখ খান মাঠে আসেননি। সব প্রচারের আলো শুধুই কোহলির ওপর। তিনি কি পারবেন দলকে বৈতরণী পার করাতে?


আরও পড়ুন: Travis Head Exclusive: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে আতঙ্ক, আইপিএলে কোন মন্ত্রে ধিক্কার বদলে গেল প্রেমে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।