সন্দীপ সরকার, কলকাতা: এক দল ছ'ম্যাচের মধ্যে চারটিতে জিতে প্লে অফের দৌড়ে রয়েছে। আর এক দল টানা পাঁচ ম্যাচ হেরে প্লে অফের লড়াইয়ে কার্যত ভেন্টিলেশনে। রবিবাসরীয় ইডেনে আর একটা পরাজয় মানেই প্লে অফের স্বপ্ন মোটামুটিভাবে শেষ।


ইডেনে (Eden Gardens) পয়েন্ট টেবিলের বিপরীত মেরুতে থেকে একে অন্যের মহড়ায় নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যে ম্যাচে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। আরসিবির কাছে এখন সব ম্যাচই মরণ-বাঁচন পরিস্থিতি। এক ম্যাচে পরাজয় মানেই খাদের কিনারা থেকে পা ফস্কে যাওয়া। তবে কঠিন পরিস্থিতিতে আরসিবি বোলিংয়ের ধার বাড়ল। কারণ, দলে ফিরেছেন মহম্মদ সিরাজ। দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। সিরাজ় ছাড়াও দলে এসেছেন ক্যামেরন গ্রিন ও কর্ণ শর্মা।


টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ডুপ্লেসি বলেন, 'এটা রান তাড়া করারই মাঠ। এমনিতে প্রবল গরমে আমি সব সময় প্রথমে ব্যাট করে নেওয়ার পক্ষপাতী। তবে গতকাল দেখেছিলাম ঘণ্টাখানেক পরে তাপমাত্রা কমে গিয়েছিল। মুম্বই বা চেন্নাইয়ের মতো নয়। যেখানে সারাদিনই ভীষণ গরম থাকে।'


এবারের আইপিএলে দুশোর ওপার রান ওঠা কার্যত নিয়মে পরিণত হয়ে গিয়েছে। ডুপ্লেসির কথায়, 'সব দলের ব্যাটিং এখন এত ভাল যে, পাওয়ার প্লে-তে ৬০-৭০ রানও খুব একটা ভাল মনে হচ্ছে না। আমরা জানি কয়েকটা ব্যাপার শুধরে নিতে পারলে ঘুরে দাঁড়াব। আমাদের দলে সেই বারুদ রয়েছে।'


 






কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেছেন, 'এখানে এটাই শেষ বিকেলের খেলা। জানি পিচ কেমন আচরণ করে। তবে শুরুতে বোলিং করে নিতে পারলে আমাদেরও ভাল হতো। ভীষণ গরম। আমরা চাই ওদের যতটা সম্ভব ক্লান্ত করে দিতে।' যোগ করেছেন, 'আমরা ব্যাপারগুলো খুব সহজ রাখতে চাইছি। পরিবেশ, পরিস্থিতি বুঝে পরিকল্পনাগুলো কার্যকরী করে তুলতে চাই।' 


আরও পড়ুন: Travis Head Exclusive: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে আতঙ্ক, আইপিএলে কোন মন্ত্রে ধিক্কার বদলে গেল প্রেমে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।