KKR vs RCB LIVE Score: রক্তচাপ বাড়িয়ে দেওয়া ম্যাচে শেষ বলে জিতল কেকেআর, ম্যাচের লাইভ আপডেট

IPL 2024, KKR vs RCB LIVE Score: আজ ইডেনে কেকেআর-আরসিবির (KKR vs RCB) দ্বৈরথ। নাগাড়ে পাঁচ ম্যাচ হারা বিরাট কোহলিদের জন্য প্লে-অফের দৌড়ে বজায় থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে।

ABP Ananda Last Updated: 21 Apr 2024 07:40 PM
KKR vs RCB Live Score: রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জিতল কেকেআর

২২১ রানে অল আউট আরসিবি। রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জিতল কেকেআর।

IPL Live Score: রাসেলের বলে ২৫ করে ফিরলেন ডিকে

রাসেলের বলে ২৫ করে ফিরলেন ডিকে। শেষ ওভারে ম্যাচ জিততে ২১ রান চাই আরসিবির।

IPL Live Score: ম্যাচ জিততে আর ২৪ বলে ৪২ রান চাই আরসিবির

১৬ ওভারের শেষে আরসিবির স্কোর ১৮১/৬। ক্রিজে ডিকে ও সূয়স প্রভুদেশাই। ম্যাচ জিততে আর ২৪ বলে ৪২ রান চাই আরসিবির।

IPL Live: জোড়া উইকেট তুলে নিলেন নারাইনও

এক ওভারে জোড়া উইকেট তুলে নিলেন নারাইনও। ১৩ ওভারের শেষে আরসিবি ১৫৫/৬।

KKR vs RCB Live Score: এক ওভারে জোড়া ধাক্কা রাসেলের

কেকেআরের রক্ষাকর্তা হয়ে হাজির রাসেল। এক ওভারে তুলে নিলেন উইল জ্যাকস (৩২ বলে ৫৫ রান) ও রজত পাতিদার (২৩ বলে ৫২)। ১২ ওভারের শেষে আরসিবি ১৪৫/৪।

IPL Live: ২৯ বলে হাফসেঞ্চুরি উইল জ্যাকসের

২৯ বলে হাফসেঞ্চুরি উইল জ্যাকসের। ৯ ওভারের শেষে আরসিবির স্কোর ১০০/২।

IPL Live: ৫ ওভারের শেষে আরসিবির স্কোর ৫২/২

৭ বলে ১৮ রান করে ফিরলেন বিরাট। ৭ রান করে ফিরলেন ডুপ্লেসি। ৫ ওভারের শেষে আরসিবির স্কোর ৫২/২।

KKR vs RCB Live Updates: ১ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১২/০

হর্ষিত রানাকে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি বিরাটের। ১ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১২/০।

KKR vs RCB Live: কেকেআর প্রথমে ব্যাট করে তুলল ২২২/৬

৩৬ বলে ৫০ শ্রেয়সের। ৯ বলে অপরাজিত ২৪ রান রামনদীপ সিংহের। ২০ বলে ২৭ রানে অপরাজিত রাসেল। কেকেআর প্রথমে ব্যাট করে তুলল ২২২/৬।

IPL Live: ১৭ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৭৭/৫

৩৫ বলে হাফসেঞ্চুরি শ্রেয়সের। ১৭ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৭৭/৫।

IPL 2024: ১৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৫৫/৫

১৬ বলে ২৪ রান করে আউট রিঙ্কু সিংহ। ১৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৫৫/৫। ক্রিজে শ্রেয়স ও আন্দ্রে রাসেল।

IPL Live: ১৩ ওভারের শেষে নাইটদের স্কোর ১৩৭/৪

১৩ ওভারের শেষে নাইটদের স্কোর ১৩৭/৪। ২৯ রান করে শ্রেয়স ও ২৪ রানে রিঙ্কু সিংহ ক্রিজে।

IPL Live Score: ৯ ওভারের শেষে নাইটদের স্কোর ১০২/৪

৮ বলে ১৬ রান করে আউট বেঙ্কটেশ আইয়ার। ক্রিজে শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিংহ। ৯ ওভারের শেষে নাইটদের স্কোর ১০২/৪।

KKR vs RCB Live Score: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭৫/৩

১৪ বলে ৪৮ রান করে ফিরলেন সল্ট। ১৫ বলে ১০ রান করে আউট নারাইন। মাত্র ৩ রান করে আউট অঙ্গকৃষ। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৭৫/৩।

KKR vs RCB Live: ফার্গুসনের এক ওভারে ২৮ রান নিলেন ফিল সল্ট

লকি ফার্গুসনের এক ওভারে ২৮ রান নিলেন ফিল সল্ট। ৪ ওভারের শেষে কেকেআর ৫৫/০।

IPL Live: ১ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২/০

প্রথম ওভারে মহম্মদ সিরাজকে একটা চার ও একটা ছক্কা মারলেন ফিল সল্ট। ১ ওভারের শেষে কেকেআরের স্কোর ১২/০।

KKR vs RCB Live: আরসিবি দলে তিন পরিবর্তন

কেকেআর দলে কোনও পরিবর্তন হয়নি। আরসিবি দলে ফিরলেন মহম্মদ সিরাজ়, ক্যামেরন গ্রিন ও কর্ণ শর্মা।

IPL Live: কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠালেন আরসিবি অধিনায়ক

টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠালেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি।

KKR vs RCB Live: দুপুরের ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি

কলকাতায় তীব্র দাবদাহ। আর সেই আবহেই দুপুরের ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। বিরাট কোহলির ব্যাট কথা বলবে, নাকি দাপট কেকেআঅর বোলিংয়ের?

প্রেক্ষাপট

কলকাতা: আজ ইডেনে কেকেআর-আরসিবির (KKR vs RCB) দ্বৈরথ। নাগাড়ে পাঁচ ম্যাচ হারা বিরাট কোহলিদের জন্য প্লে-অফের দৌড়ে বজায় থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। অপরদিকে, গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর জয়ের ফিরতে মরিয়া হয়ে কেকেআরও মাঠে নামবে। এই ম্যাচে ২২ গজের চরিত্র কেমন থাকবে? কেমনই থাকবে মহানগরীর আবহাওয়া (Kolkata Weather)?


চলতি মরশুমে ক্রিকেটের নন্দন কাননে বড় রান উঠেছে। তিন ম্যাচের দুইটিতেই দুই দল দুইশো রানের গণ্ডি পার করেছে। অপর ম্যাচটিতে কেকেআর মাত্র ১৬ ওভারেই লখনউ সুপার জায়ান্টসের ১৬২ রানের লক্ষ্য তাড়া করে জয় পায়। এই ম্যাচেও ফের একবার বড় রান ওঠার পূর্ণ সম্ভাবনা রয়েছে।


আজ কিন্তু শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। আজ ও দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সোমবার অল্প বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আজ কিন্তু কোনওরকম বৃষ্টির আশা নেই। ৪১ ডিগ্রির দরজায় কড়া নাড়ছে কলকাতার তাপমান। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি। তাপমাত্রা ৪৫ ডিগ্রির ঘরে। প্রবল গরমে দুপুরের ম্য়াচে খেলোয়াড়দের ফিটনেসের বড় পরীক্ষা হতে চলেছে, তা বলাই বাহুল্য।


এই ম্যাচের আগে ইডেনে কিন্তু সম্প্রীতির ছবি দেখা গেল। যে কোহলি-গম্ভীরের সম্পর্ক নিয়ে এত জল্পনা-কল্পনা, সেই গম্ভীর এবং কোহলি হাসিমুখে খোশমেজাজে আড্ডা দিলেন। গত আইপিএলে গম্ভীর তখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। লখনউ বনাম আরসিবি ম্যাচে আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কোহলি। পরে সেই ঝামেলাতে জড়িয়ে পড়েন গৌতিও। কোহলি ও গম্ভীর - দুজনই দিল্লির ক্রিকেটার। দুজনের মধ্যে কোনওদিনই খুব একটা সদ্ভাব ছিল বলে শোনা যায় না।


তবে সেই বরফ গলেছে। কোহলিকে দেখলে এখন হাসিমুখে এগিয়ে যাচ্ছেন গম্ভীর। কোহলি পাল্টা জড়িয়ে ধরছেন। বৈরিতার সমাপ্তি ঘটেছে যেন। অন্তত লোকচক্ষুর সামনে তো বটেই। তবে ২২ গজের লড়াইয়ে কেউ কিন্তু কাউকে জমি ছেড়ে দেবেন না, সেটা নিশ্চিত।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'তোর জন্য আমি বিপদে পড়ে যাই', কোহলির কাছে জোর ধমক খেলেন রিঙ্কু, কিন্তু কেন?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.