আমদাবাদ: আইপিএলের (IPL 2024) ইতিহাস বলছে, সতেরো বছরের মধ্যে এ নিয়ে তিনবার মাত্র পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থেকে আইপিএলের কোয়ালিফায়ার ওয়ান খেলার যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার মধ্যে আগের দুবারই চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। এবার কী হবে?


মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের প্রথম প্লে অফ ম্যাচে কেকেআরের সামনে সানরাইজার্র হায়দরাবাদ (KKR vs SRH)। যাদের বিরুদ্ধে কেকেআরের সাম্প্রতিক রেকর্ড বেশ ভাল। এবারের আইপিএলে একমাত্র সাক্ষাতে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নিজামের শহরকে হারিয়েছিল কেকেআর। দুই দলের শেষ পাঁচ সাক্ষাতে তিনবার জিতেছেন নাইটরা। দুবার জয়ী হায়দরাবাদ। মঙ্গলবার শেষ হাসি তোলা রয়েছে কাদের জন্য? 


 






এই ম্যাচের আগে কেকেআরের সবচেয়ে বড় মাথাব্যথা ওপেনিং পার্টনারশিপ। আইপিএলের শুরু থেকে দুরন্ত ছন্দে ছিলেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন। দুজনের ঝোড়ো ব্যাটিং পাওয়ার প্লে-তেই ম্যাচের রাশ তুলে দিচ্ছিল নাইটদের হাতে। কিন্তু ইংল্যান্ডের জাতীয় দলে যোগ দিতে দেশে ফিরে গিয়েছেন সল্ট। তাঁর পরিবর্তে কে হবেন নারাইনের সঙ্গী? সম্ভবত রহমানউল্লাহ গুরবাজ। তবে আফগান তারকার সামনে সল্টের সাফল্যের জুতোয় পা গলিয়ে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ। যা মোটেও সহজ হবে না।                          


কাদের ম্যাচ


আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ


কবে ম্যাচ


মঙ্গলবার, ২১ মে


কোথায় খেলা


ম্যাচটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে


কখন শুরু


ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০, তার আধ ঘণ্টা আগে হবে টস


কোথায় দেখবেন


টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্য়াচের সরাসরি সম্প্রচার


অনলাইন স্ট্রিমিং


যাঁরা টিভির সামনে বসে খেলা দেখার সুযোগ পাবেন না, তাঁরা স্মার্টফোনে বা ল্যাপটপে জিও সিনেমা অ্য়াপেও দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার                                       


আরও পড়ুন: বিতর্ক এড়াতে বাংলার কোচদের চুক্তিপত্রে বদল আনার পথে হাঁটছে সিএবি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।