লখনউ: তিনি বার্থ ডে বয় বলে কথা। টিমহোটেলে তাঁর জন্য আনানো হয়েছিল বিশাল কেক। সুসজ্জিত। ক্রিকেট মাঠে তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি দেওয়া। ফু দিয়ে মোমবাতি নেভালেন। কাটলেন কেক। তারপর বার্থ ডে বয়কে নিয়ে যা হল, তা দেখলে বিভ্রান্ত হতে পারেন। এটা কি জন্মদিনের সেলিব্রেশন, নাকি হোলি পার্টি?   


কে এল রাহুল (K L Rahul)। লখনউ সুপার জায়ান্টস (LSG) অধিনায়কের জন্মদিন ছিল বৃহস্পতিবার। ৩২ বছর পূর্ণ করলেন কর্নাটকের তারকা। আইপিএল (IPL 2024) চলছে। তাই রাহুলের জন্মদিন উদযাপনের বন্দোবস্ত করা হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের তরফেই। রাহুল ক্যাজুয়াল পোশাক পরে কেক কাটতে আসেন। কিন্তু যখন ফেরেন, তাঁর গোটা মুখ কেকে মাখামাখি। চেনাই যাচ্ছিল না। এমনকী, রাহুলের টি শার্ট খুলে নেওয়া হল। গোটা শরীরে মাখানো চলল কেক। যা দেখা যায় দোল বা হোলির সময়।


গোটা ঘটনার মজার একটি ভিডিও পোস্ট করেছে লখনউ সুপার জায়ান্টস। ক্যাপশনে মজা করে লেখা হয়েছে, 'কেউ যেন পুরো ভিডিওটা দেখতে চেয়েছিলেন না?' রাহুলকে কেক মাখা অবস্থায় কার্যত চেনাই যাচ্ছিল না। গোটা মুখ চকলেটে মাখামাখি। রাহুল মজা করে বলেন, 'হ্যাঁ, এটা আমিই। কী করে আমার এই হাল হল?'


 






তারপরই দেখা যাচ্ছে, বিরাট কেকে ছুরি চালাচ্ছেন রাহুল। কেক খাইয়ে দিচ্ছেন কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। তারপরই রাহুলের ওপর ঝাঁপিয়ে পড়ছেন সতীর্থরা।                  


 






ভারতের হয়ে ৫০টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে ২ হাজার ৮৬৩ রান করেছেন রাহুল। টিম ইন্ডিয়ার হয়ে ৭৫টি ওয়ান ডে ম্যাচে ২৮২০ রান এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে ২২৬৫ রান করেছেন রাহুল। চোট সারিয়ে আইপিএলে ফিরেছেন ডানহাতি ব্যাটার।        


আরও পড়ুন: লন্ডনে লোকাল ট্রেনে অফিস যাতায়াত করেন সৌরভ-কন্যা, আমিষ খাওয়া ছেড়েছেন সানা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।