কলকাতা: প্রবল দাবদাহ চলছিল গোটা বাংলা জুড়ে। অবশেষে সোমবার সন্ধ্যায় নামল স্বস্তির বৃষ্টি। ভিজল কলকাতা। সঙ্গে অন্যান্য জেলাও। বৃষ্টির সঙ্গে চলল ঝড়। আর খারাপ আবহাওয়ার জন্য ভোগান্তির শিকার হতে হল কলকাতা নাইট রাইডার্সকে।


লখনউ সুপার জায়ান্টসের (LSG vs KKR) বিরুদ্ধে ম্যাচ খেলে সোমবার সন্ধ্যায় বিশেষ চার্টার্ড বিমানে লখনউ থেকে কলকাতা ফিরছিলেন শ্রেয়স আইয়ার, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলরা (Andre Russell)। তবে খারাপ আবহাওয়ার জন্য কেকেআরের বিমান দমদম বিমানবন্দরে নামতেই পারল না। কোথায় গেলেন কেকেআর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা?


নাইট ভক্তরা কেকেআরের বিমান কলকাতায় না নামতে পারার খবর জেনেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন। তবে কেকেআর শিবির থেকে স্বস্তির খবর পাওয়া গিয়েছে। জানানো হয়েছে, ঝড়বৃষ্টির জন্য কলকাতায় বিমান নামানো সম্ভব হয়নি। বিমান ঘুরিয়ে শ্রেয়স-সুনীলরা গিয়ছেন পাশের রাজ্য অসমের গুয়াহাটিতে। সেখানেই বিমান নামতে পেরেছে। কলকাতায় কখন ফিরবেন কেকেআর তারকারা, সেটা এখনও জানানো হয়নি।


সোমবার বিকেল ৫.৪৫-এ লখনউ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে পাড়ি দেয় কেকেআরের বিশেষ বিমান। সন্ধ্যা ৭.২৫-এ শ্রেয়স, নারাইন, বরুণ চক্রবর্তীদের কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। তবে রাত পৌনে নটা নাগাদ কেকেআর শিবির থেকে জানানো হয় যে, খারাপ আবহাওয়ার জন্য ভোগান্তির শিকার হতে হয়েছে। কলকাতায় নামতেই পারেনি কেকেআরের বিমান। তা উড়িয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটি। আবহাওয়ার উন্নতি হলে সেখান থেকে কলকাতায় আসা হবে। তবে সেটা কখন, তা স্পষ্ট করে এখনই কিছু জানা যায়নি।


লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কেকেআর। ১৬ পয়েন্ট সহ। প্লে অফে খেলাও কার্যত নিশ্চিত নাইটদের। ১১ ম্যাচ খেলেছে কেকেআর। তাদের বাকি আর তিন ম্যাচ। শনিবার, ১১ মে ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কেকেআর। শেষ দুটি ম্যাচ বাইরের মাঠে। নাইট শিবিরের লক্ষ্য থাকবে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ের মধ্যে থেকে কোয়ালিফায়ার ওয়ান খেলার যোগ্যতা অর্জন করা। যাতে সেই ম্যাচ হারলেও ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাওয়া যায়।


আরও পড়ুন: প্রয়াত আর্জেন্তিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ, মর্মাহত মেসি, শোকের ছায়া ফুটবলবিশ্বে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে