সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা থেকে তাঁর বাড়ির দূরত্ব ১২০ কিলোমিটার। ঘণ্টা তিনেকের পথ পেরিয়ে আসতে হয়। রেল, সড়ক ও জলপথ - কোনওটাই বাদ যায় না। তবু ক্রিকেটের টানে তিনি ছুটে ছুটে আসেন। শুধু আসেনই না, নিজেকে রাঙিয়ে আনেন বেগুনি-সোনালিতে। প্রিয় দলের জার্সির রঙ।


তিনি, অশোক চক্রবর্তী (Ashoke Chakraborty)। নবদ্বীপের অশোকের মধ্যে যেন সচিন তেন্ডুলকর প্রেমী সুধীর গৌতমের ছায়া। হয়তো বা মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত রামবাবুর প্রতিলিপি। কলকাতা নাইট রাইডার্সের খেলা থাকলে যিনি সারা শরীরে বেগুনি-সোনালি রঙ করে আসেন। মাথায় পরেন শোলার টুপি। শাহরুখ খান-জুহি চাওলাদের নাইটদের আদলে তৈরি করেছেন নিজেই। একহাতে কেকেআরের বিশাল পতাকা। অন্য হাতে শঙ্খ। কেকেআর (KKR) ব্যাটাররা চার-ছক্কা মারলে বা বোলাররা উইকেট তুললেই শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গ্যালারি। দল জিতলেই স্লোগান দেন, 'দিল সে কেকেআর, জান সে কেকেআর, প্যায়ার সে কেকেআর।'


সেই অশোকের জন্য এবার সারপ্রাইজ নিয়ে হাজির শাহরুখ-জুহির দল। কেকেআরের সুপার ফ্যানকে দেওয়া হল গোল্ডেন পাস। যে পাস দিয়ে তিনি এই মরশুমে নাইটদের সব ম্যাচ মাঠে গিয়ে দেখতে পারবেন। কেকেআর যে সমস্ত অ্যাওয়ে ম্যাচ খেলবে, সেই সব ম্যাচের টিকিটের পাশাপাশি যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থাও করে দেবে কেকেআর কর্তৃপক্ষ। সোমবার বাইপাসের ধারে একটি অনুষ্ঠানে অশোকের হাতে সেই পাস তুলে দেওয়া হল।




এদিনের অনুষ্ঠানে উন্মোচিত হল কেকেআরের নতুন জার্সিও। প্রধান স্পনসর হিসাবে ঘোষণা করা হল ড্রিম ইলেভেনের নাম। সংস্থার সিএমও বিক্রান্ত মুদালিয়ারের হাতে জার্সি তুলে দেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর। ২০১৪ সালে শেষবার আইপিএল জিতেছে কেকেআর। তারপর প্রায় ১০ বছর কেটে গিয়েছে। ট্রফি শূন্য কেকেআর। মাঝে একবার শুধু ফাইনালে গিয়েছিলেন নাইটরা। ২০২২ সালের সেই ফাইনালে অবশ্য চেন্নাই সুপার কিংসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কেকেআরের। ভাগ্য ফেরাতে একবার জার্সির রঙ বদলেছিল কেকেআর। কালো জার্সির রঙ বদলে করা হয়েছিল বেগুনি-সোনালি। এবার জার্সির নকশাও বদলে ফেলল। কেকেআরের সিইও বেঙ্কি মাইসোরের হাতে যে জার্সির উন্মোচন হল সোমবার। ট্রফি ভাগ্য ফিরবে কি? প্রশ্ন নাইট ভক্তদের।


রইল জার্সি উন্মোচন অনুষ্ঠানের ভিডিও


অনুষ্ঠানে পারফর্ম করলেন নাইটদের আর এক সুপারফ্যান, সঙ্গীতশিল্পী উষা উত্থুপ। সেই সঙ্গে কেকেআর নাইট ক্লাব প্লাস মোবাইল অ্যাপও উদ্বোধন করা হল। যে অ্যাপে ক্রিকেটার ও দলের সমস্ত খুঁটিনাটি তথ্য, ছবি, ভিডিও, পরিসংখ্যান হাতে পাবেন কেকেআর অনুরাগীরা।


 



ড্রিম ইলেভেন সংস্থার সিএমও বিক্রান্ত মুদালিয়ারের হাতে জার্সি তুলে দিচ্ছেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। সঙ্গে ক্রিকেটারারে


 



কেকেআরের নতুন অ্যাপের উদ্বোধন করলেন ঊষা উত্থুপ


আরও পড়ুন: রোহিতের পথেই হাঁটবেন ক্যাপ্টেন হার্দিক, দায়িত্ব নিয়েই বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে