নয়াদিল্লি: আইপিএল (IPL 2024) শুরু হতে আর মাত্র দিন তিনেকের অপেক্ষা। ২২ মার্চ থেকে মেগা টুর্নামেন্টের ১৭তম সংস্করণ শুরু হয়ে যাবে। টুর্নামেন্ট শুরুর আগে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) উদ্বেগের বড় কারণ কেএল রাহুলের (KL Rahul) ফিটনেস। তবে সেই চিন্তা ঘুচতে চলেছে বলে খবর।


ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় পেশির চোটের সমস্যায় ভুগছিলেন কেএল রাহুল। তার জেরে বাকি চার টেস্টের একটিতেও খেলতে পারেননি তিনি। টুর্নামেন্ট শুরুর আগে রাহুল আদৌ ফিট হতে পারবেন কি না, সেই নিয়ে ছিল প্রশ্নচিহ্ন। কিন্তু রিপোর্ট অনুযায়ী রাহুল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। লখনউয়ের প্রথম ম্যাচ শুরু হতে খানিকটা সময় রয়েছে। রবিবার তাঁরা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবে। তার আগেই রাহুল আগামী দুইদিনের মধ্যে লখনউ শিবিরে যোগ দিতে পারেন বলে খবর।


তবে বিসিসিআই রাহুলকে ফিটনেস সার্টিফিকেট দিলেও, তাঁর জন্য বিধিনিষেধও রয়েছে। রাহুলকে অন্তত টুর্নামেন্টের শুরুর দিকে কিপিং না করারই পরামর্শ দেওয়া হয়েছে। বোর্ডের এক সূত্র মারফত জানানো হয়েছে, 'ওঁ ফিট এবং আগামী কয়েকদিনের মধ্যেই নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন। ওঁ কোয়াড্রাসিপ্সে ব্যথা পান এবং ইঞ্জেকশনও নিতে হয়। ওঁ নিজের রিহ্যাব সম্পূর্ণ করেছে এবং এনসিএ ওকে ফিটনেস সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। তবে ওঁকে সঙ্গে সঙ্গেই উইকেটকিপিং না করার পরামর্শ দেওয়া হয়েছে।'


বিসিসিআইয়ের তরফে একাধিকবার ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় চলাকালীন রাহুলের ফিটনেস আপডেট দেওয়া হয়। বোর্ডের তরফে রাহুল ৯০ শতাংশ ফিট বলেও জানানো হয়। তবে তিনি সম্পূর্ণ ফিট হতে পারেননি। এমনকী তাঁর চোট পর্যবেক্ষণের জন্য রাহুলকে বিলেতেও পাঠানো হয়। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রাহুল আগেই দেশে ফিরেছিলেন। এবার তিনি ফিটনেস সার্টিফিকেটও পেতে চলেছেন। অবশ্য খবর অনুযায়ী শুধু রাহুল নন, শ্রেয়স আইয়ারকেও এনসিএ-র তরফে ফিট ঘোষণা করে দেওয়া হয়েছে।   


শ্রেয়স মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ফাইনালে শেষ দুইদিন মাঠেই নামতে পারেননি। তাঁর পিঠের পুরনো চোট তাঁকে ভোগাচ্ছিল বলে খবর। এমনকী গতকাল নাইটদের অনুশীলন ম্যাচেও শ্রেয়সকে ফিল্ডিং করতে দেখে সম্পূর্ণ ফিট বলে মনে হয়নি। কিন্তু তিনি ফিটনেস সার্টিফিকেট পেতে চলেছেন বলেই খবর।    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: মহাতারকাদের আগমন! গুজরাতে যোগ গিলেন গিল, আরসিবিতে কোহলি