KKR vs SRH Qualifier 1 Live: ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে সানরাইজার্সকে দুরমুশ করে ফাইনালে কেকেআর

IPL KKR vs SRH Live Score: হায়দরাবাদকে এবারের আইপিএলে দুবারের সাক্ষাতে দুবারই হারাল কেকেআর।

ABP Ananda Last Updated: 21 May 2024 10:48 PM

প্রেক্ষাপট

আমদাবাদ: আইপিএলের (IPL 2024) প্রথম কোয়ালিফায়ারের আগে যত কাণ্ড ওপেনারদের নিয়ে।মঙ্গলবার আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে দল...More

KKR vs SRH Live: ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে সানরাইজার্সকে দুরমুশ করে ফাইনালে কেকেআর

২৮ বলে অপরাজিত ৫১ রান বেঙ্কটেশ আইয়ারের। ২৪ বলে অপরাজিত ৫৮ রান শ্রেয়সের। ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে সানরাইজার্সকে দুরমুশ করল কেকেআর। পৌঁছে গেল ফাইনালে।