লখনউ: উইকেট কিপার ব্যাটার হিসেবে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) রেকর্ড ভেঙে গেল। হ্যাঁ, এটাই সত্যি। উইকেটের পেছনে একের পর এক রেকর্ড গড়ে উঠেছেন। কিন্তু এবার সেই ধোনির রেকর্ড তাঁরই সামনে ভেঙে দিলেন কে এল রাহুল। উইকেট কিপার ব্যাটার হিসেবে আইপিএলে ধোনির থেকে বেশি অর্ধশতরান হাঁকানোর নজির গড়েন কে এল। গতকাল সিএসকের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে রান তাড়া করে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ সুপারজায়ান্টস। ম্য়াচে অর্ধশতরান হাঁকালেন এলএসজি অধিনায়ক।


একজন স্বীকৃতিপ্রাপ্ত উইকেট কিপার ব্যাটার হিসেবে আইপিএলে মোট ২৫টি অর্ধশতরান হাঁকিয়ে ফেললেন কে এল রাহুল। মহেন্দ্র সিংহ ধোনি আইপিএলের মঞ্চে এখনো পর্যন্ত মোট ২৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন। গতকালও ধোনির ব্যাট চলেছিল। ৯ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন তিনি। তবে সিএসকে-কে জয় এনে দিতে পারেননি। রাহুলও পাল্টা ম্য়াচ জেতানো অধিনায়কোচিত ইনিংস খেলেন কে এল রাহুল। ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ম্য়াচের সেরাও নির্বাচিত হন লখনউ অধিনায়ক।


এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৬ ইনিংসে ৩৪ গড়ে ২০৬ রান করেছেন কে এল। ১৭৭ রানের লক্ষ্যমাত্র তাড়া করতে নেমেই কুইন্টন ডি ককের সঙ্গে জুটি বেঁধে ১৩৪ রান বোর্ডে যোগ করেন কে এল। ৫৩ বলে ৮২ রান করে দলকে কার্যত জয়ের দোরগড়ায় পৌঁছে দেন রাহুল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন কুইন্টন ডি'কক। বাকি কাজটা সেরে দেন নিকোলাস পুরাণ ও মার্কাস স্টোইনিস। শেষমেশ লখনউয়ে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই-বধ করে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল কেএল রাহুল-বাহিনী।   হতাশ করেননি কুইন্টন ডি ককও। ৪৩ বলে বাঁ হাতি এই ব্যাটার তুললেন ৫৪ রান। মারলেন ৫টি চার ও ১টি ছক্কা। বাকি অসম্পূর্ণ কাজটা সেরে ফেলেন নিকোলাস পুরাণ ও মার্কাস স্টোইনিস। ১২ বলে ২৩ রান তুললেন পুরাণ ও স্টোইনিস করলেন ৭ বলে ৮ রান। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান তোলে চেন্নাই সুপার কিং প্রথমে জাদেজা মইনের পার্টনারশিপ এবং শেষ মুহূর্তে মাহির ঝোড়ো ইনিংসে ভর করে ১৭৬ রান তুলে ফেলে চেন্নাই। যদিও জাদেজা ও ধোনির সেই প্রয়াস কার্যত বৃথা গেল।