LSG vs CSK LIVE Score: পরাজিত ধোনিরা, ৮ উইকেটে জয়ী লখনউ, ম্যাচের লাইভ আপডেট
IPL 2024 LSG vs CSK LIVE Score: আজ কে এল রাহুলের (KL Rahul) লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (CSK)।
৫৩ বলে ৮২ রান করে ফিরলেন রাহুল। ব্যাকওয়ার্ড পয়েন্টে দুরন্ত ক্যাচ রবীন্দ্র জাডেজার। ১৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ লখনউয়ের। ১২ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেললেন নিকোলাস পুরান। ৮ রানে অপরাজিত স্টোইনিস। ১৮০/২ তুলে ৮ উইকেটে জয়ী লখনউ।
১৬.১ ওভারে দেড়শো রান পূর্ণ করল লখনউ সুপার জায়ান্টস। ১৭ ওভারের শেষে স্কোর ১৬১/১। ম্যাচ জিততে আর ১৮ বলে ১৬ রান চাই লখনউয়ের।
মুস্তাফিজুরের বলে ৫৪ রান করে আউট হলেন ডি'কক। ১৫ ওভারের শেষে লখনউয়ের স্কোর ১৩৪/১।
হাফসেঞ্চুরি রাহুলের। ৪২ রানে অপরাজিত কুইন্টন ডি'কক। ১২ ওভারে লখনউয়ের স্কোর ১১০/০।
ঝোড়ো শুরু কুইন্টন ডি'কক ও কে এল রাহুলের। ৮ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৭৫/০।
৪ ওভারের শেষে লখনউয়ের স্কোর ৩২/০।
৯ বলে অপরাজিত ২৮ ধোনির। ২০ ওভারে সিএসকে তুলল ১৭৬/৬।
হাফসেঞ্চুরি জাডেজার। একটি চার ও একটি ছক্কা মেরে আগ্রাসী ব্যাটিং ধোনির। ১৯ ওভারের শেষে সিএসকে ১৫৭/৬।
পরপর ফিরলেন শিবম দুবে ও সমীর রিজভি। ক্রিজে জাডেজা ও মঈন আলি। ১৪ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৯৮/৫।
৩৬ রানে ফিরলেন রাহানে। ক্রিজে জাডেজার সঙ্গে শিবম দুবে। ৯ ওভারের শেষে সিএসকে-র স্কোর ৭৪/৩।
মহসিন খানের বলে কোনও রান না করে ফিরলেন রাচিন। ১৭ রান করে ফিরলেন রুতুরাজ। ক্রিজে রয়েছেন রাহানে ও রবীন্দ্র জাডেজা। ৫ ওভারের শেষে সিএসকে-র স্কোর ৪২/২।
ম্যাট হেনরিকে বাউন্ডারি অজিঙ্ক রাহানের। ১ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ৪/০।
টস জিতে চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কে এল রাহুল।
লখনউয়ের একানা স্টেডিয়ামের পিচে স্পিনাররা খুব বেশি সাহায্য পাবেন না। বড় রানের পূর্বাভাস দিচ্ছেন কেভিন পিটারসেন ও অ্যারন ফিঞ্চ।
প্রেক্ষাপট
লখনউ: আজ কে এল রাহুলের (KL Rahul) লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (CSK)। প্রথম দিকে হারের পর জয়ের সরণিতে ফিরেছে সিএসকে। অন্য়দিকে লখনউ সুপারজায়ান্টসও প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াই করে যাচ্ছে। চেন্নাই এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনিদের। অন্যদিকে লখনউ রয়েছে পাঁচ নম্বরে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে কে এল রাহুলদের ঝুলিতে।
লখনউয়ের জন্য একটা রেকর্ড ভীষণ টাটকা ছিল। বোর্ডে ১৬০ রান তুললে, সেই রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছিল অনেকবার কে এল রাহুলের দল। তবে দলে ব্যাটিং লাইন আপে সমস্যা মিটছে না। কে এল রাহুল ত্রিশের বেশি রান করতে পারলেও সেগুলো বড় রানে পরিণত করতে পারছিলেন না। কুইন্টন ডি ককও রান পাচ্ছেন না সেভাবে আর। আর মার্কাস স্টোইনিস চলতি টুর্নামেন্টে পুরো ব্যর্থ।
অন্যদিকে চেন্নাই ব্যাটিং লাইন আপে রুতুরাজ ও শিবম দুবের ধারাবাহিক ভাল পারফরম্যান্সের সুবাদে এগিয়ে চলেছে। তবে রাহানে ও রাচিন রবীন্দ্রর ব্যাটও যেন চলে, সেদিকেই তাকিয়ে থাকবে সিএসকে শিবির। সঙ্গে ধোনির মগজাস্ত্র আর শেষ মুহূর্তের ঝোড়ো ব্যাটিং তো আছেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -