লখনউ: প্রথম সাক্ষাতে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার কেকেআর (LSG vs KKR) জিতলেই কার্যত নিশ্চিত হয়ে যাবে প্লে অফের টিকিট। কারণ, ১১ ম্যাচে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে কেকেআর। আর সেই ম্যাচে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)।


এটাই ঘরের মাঠে এবারের আইপিএলে শেষ ম্যাচ লখনউয়ের। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর রাহুল বলেন, 'আমি যে উইকেট খুব ভাল বুঝি তা নয়। তবে আমরা রান তাড়া করব। ভাল ব্যাপার হল যে, আমরা দ্রুত মানিয়ে নিয়ে খেলতে পারি। ব্যক্তিগতভাবে দারুণ কিছু পারফরম্যান্স হয়েছে। স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেট গত কয়েক বছরে অনেক বদলে গিয়েছে।' ময়ঙ্ক যাদবকে ছাড়াই নামতে হয়েছে লখনউকে। রাহুল জানিয়েছেন, তরুণ ফাস্টবোলারের চোট এখনও সারেনি। তাই ময়ঙ্কের পরিবর্তে যশ ঠাকুরকে খেলানো হচ্ছে। 


 






কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন, টস জিতলে তাঁরাও রান তাড়াই করতেন। বলেছেন, 'আমরাও শুরুতে বোলিং করে নিতাম। তবে ১৬৯ রানের পুঁজি নিয়েও আগের ম্যাচে যেভাবে পাঁচ বোলার বল করে দলকে ম্যাচ জিতিয়েছে, তাতে আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে।' কেকেআরের একাদশে কোনও পরিবর্তন করা হয়নি বলেও জানিয়েছেন শ্রেয়স। বলেছেন, 'আমরা অপরিবর্তিত দল খেলাচ্ছি। ফিল্ডিংয়ের সময় পরিস্থিতি বুঝে ঠিক করব ইমপ্যাক্ট প্লেয়ার কে হবে।' যোগ করেন, 'আশা করছি মুম্বই ম্যাচের ছন্দ ধরে রাখতে পারব। বেঙ্কটেশের চারিত্রিক দৃঢ়তা অসম্ভব। যেভাবে মাঠে নিজেকে প্রয়োগ করেছে, তাতে আমরা খুব খুশি। তবে এখনই প্লে অফ নিয়ে ভাবছি না। বর্তমানে থাকতেই পছন্দ করি আমরা।'                                    


আরও পড়ুন: স্ট্রাইক রেট প্রসঙ্গে কোহলির মন্তব্যে ক্ষুব্ধ গাওস্কর, একহাত নিলেন আইপিএল ব্রডকাস্টারদের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।