লখনউ: আইপিএলে (IPL 2024) ৫২ ম্যাচ হয়ে গেলেও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনও দলই প্লে-অফে পৌঁছতে পারিনি। তবে সেই পথে আজ আরও একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স, (LSG vs KKR) উভয় দলের সামনেই।


আপাতত ১০ ম্যাচ খেলে সাতটি জিতে লিগ তালিকায় দুইয়ে রয়েছে কেকেআর। আজকে লখনউকে হারাতে পারলে নাইটরা প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখবে। অপরদিকে, তিনে থাকা লখনউ বড় ব্যবধানে জয় পেলে কেকেআরকে পিছনে ফেলে লিগ তালিকায় দুইয়ে উঠে আসতে পারে। দুই দলের জন্যই আজকের দুই পয়েন্ট তাই ভীষণই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে কিন্তু যার দিকে সবথেকে বেশি নজর থাকবে সেটা হল লখনউয়ের পিচ।   


লখনউয়ে সাধারণত দুই ধরনের পিচ দেখা যায়। এক পিচ ব্যাটিং সহায়ক এবং আরেকটি স্পিনসহায়ক মন্থর গতির পিচ। কেকেআরের আক্রমণাত্মক ব্যাটিংকে যে মন্থর গতির পিচে ফেলে রোখা যায়, সেটা কিন্তু সিএসকে ইতিমধ্যেই করে দেখিয়েছে। কিন্তু কেকেআরের স্পিনযুগল বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইন হালে কিন্তু বেশ ভাল ছন্দে রয়েছে। তাই স্পিন সহায়ক পিচ তৈরি করাটা কিন্তু লখনউয়ের জন্য দু'মুখী তলোয়াড় হতে পারে। উপরন্তু, নাইটদের জন্য বড় ইতিবাচক দিক দলের তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্কের ফর্মে ফেরা। 


ওয়াংখেড়ের মাঠে ১২ বছর পর কেকেআরের স্মরণীয় জয়ে স্টার্কের বিরাট অবদান ছিল। চারটি উইকেট নেন তারকা বাঁ-হাতি ফাস্ট বোলার। কেকেআরের জন্য এই ম্যাচের আগে সবথেকে ইতিবাচক দিক অজ়ি তারকার ফর্মে ফেরাই। তবে কেকেআর শিবিরে সুখবর আসলেও, লখনউ সমর্থকদের এই ম্যাচের আগেই দুঃসংবাদ দিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। লখনউয়ের হয়ে এ মরশুমে সাড়া ফেলে দেওয়া ময়ঙ্ক যাদব সম্ভবত টুর্নামেন্ট আর খেলতে পারবেন না। অন্তত ল্যাঙ্গার এমনই পূর্বাভাস দিয়েছেন।


তবে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজির হয়ে এ ম্যাচে কুইন্টন ডি কক সম্ভবত মাঠে ফিরতে পারেন। গত ম্যাচে হাতের চোটের কারণে খেলতে পারেননি ডি কক। কেকেআরের হয়ে আবার হর্ষিত রানাও ফিরছেন। গত ম্যাচে নির্বাসিত ছিলেন তিনি। সবমিলিয়ে দুই বনাম তিনের লড়াইয়ে হাড্ডাহাড্ডি মোকাবিলা হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: স্ট্রাইক রেট প্রসঙ্গে কোহলির মন্তব্যে ক্ষুব্ধ গাওস্কর, একহাত নিলেন আইপিএল ব্রডকাস্টারদের