IPL 2024: অপরাজিত অর্ধশতরানে ম্য়াচ জেতালেন স্যামসন, লখনউ বধে প্লে অফ প্রায় নিশ্চিত রাজস্থানের

IPL 2024, LSG vs RR Live: রাজস্থানের ব্য়াটিং লাইন আপে বাটলার, জয়সওয়াল দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। কেকেআরের বিরুদ্ধে বাটলার শতরান হাঁকিয়েছেন। যশস্বীও শতরান হাঁকিয়েছেন মুম্বইয়ের বিরুদ্ধে।

ABP Ananda Last Updated: 27 Apr 2024 11:23 PM

প্রেক্ষাপট

এখনও পর্যন্ত আইপিএলে খেলতে নেমে লখনউ সুপারজায়ান্টস চলতি মরশুমে ৮ ম্য়াচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে। অন্য়দিকে রাজস্থান তাঁদের প্লে অফ একেবারে নিশ্চিত করেই ফেলবে এই ম্য়াচ জিতলে। এখনও পর্যন্ত আট...More

LSG vs RR Live: ম্য়াচ জয় রাজস্থানের

ম্য়াচ জিতল রাজস্থান। ৭১ রান করে অপরাজিত থাকলেন সঞ্জু স্যামসন। ৫২ রান করেন ধ্রুব জুড়েল।