IPL 2024: অপরাজিত অর্ধশতরানে ম্য়াচ জেতালেন স্যামসন, লখনউ বধে প্লে অফ প্রায় নিশ্চিত রাজস্থানের

IPL 2024, LSG vs RR Live: রাজস্থানের ব্য়াটিং লাইন আপে বাটলার, জয়সওয়াল দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। কেকেআরের বিরুদ্ধে বাটলার শতরান হাঁকিয়েছেন। যশস্বীও শতরান হাঁকিয়েছেন মুম্বইয়ের বিরুদ্ধে।

ABP Ananda Last Updated: 27 Apr 2024 11:23 PM
LSG vs RR Live: ম্য়াচ জয় রাজস্থানের

ম্য়াচ জিতল রাজস্থান। ৭১ রান করে অপরাজিত থাকলেন সঞ্জু স্যামসন। ৫২ রান করেন ধ্রুব জুড়েল। 

LSG vs RR Live Score: আউট পরাগ

আরও একটি উইকেটেরপ পতন রাজস্থানের। ১৪ রান করে অমিত মিশ্রার বলে ক্যাচ আউট হলেন রিয়ান পরাগ।

LSG vs RR Live: আউট জয়সওয়াল

রাজস্থানে দ্বিতীয় উইকেটের পতন। ব্যক্তিগত ২৪ রানের মাথায় স্টোইনিসের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন যশস্বী।

LSG vs RR Live Score: আউট বাটলার

রাজস্থানে প্রথম উইকেটের পতন। যশ ঠাকুরের বলে বোল্ড হয়ে ১৮ বলে ৩৪ রান করে আউট হলেন জস বাটলার।

LSG vs RR Live: ৫ ওভারে রাজস্থান বোর্ডে তুলল ৫০/০

রান তাড়া করতে নেমে ৫ ওভারে ৫০ রান বোর্ডে তুলে নিল রাজস্থান রয়্যালস। 

LSG vs RR Live Score: আউট রাহুল

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান বোর্ডে তুলে নিল লখনউ সুপারজায়ান্টস। ৭৮ রান করে আউট হলেন কে এল রাহুল।

LSG vs RR Live: অর্ধশতরান হুডার

অর্ধশতরানের ইনিংস খেললেন দীপক হুডাও। 

LSG vs RR Live Score: ৩১ বলে অর্ধশতরান করেন রাহুল

অর্ধশতরান হাঁকালেন কে এল রাহুল। ৩১ বলে পৌঁছলেন মাইলফলকে। নিজের ইনিংসে হাঁকালেন ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা।

LSG vs RR Live: দ্রুত ২ উইকেট হারাল লখনউ

প্রথমে ব্যাটিং করতে নেমে দ্রুত ২ উইকেট হারাল লখনউ। ৮ রান করে ফিরলেন ডি কক। খাতা না খুলেই প্যাভিলিয়নে স্টোইনিস।

প্রেক্ষাপট

এখনও পর্যন্ত আইপিএলে খেলতে নেমে লখনউ সুপারজায়ান্টস চলতি মরশুমে ৮ ম্য়াচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে। অন্য়দিকে রাজস্থান তাঁদের প্লে অফ একেবারে নিশ্চিত করেই ফেলবে এই ম্য়াচ জিতলে। এখনও পর্যন্ত আট ম্য়াচে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে তারা। লখনউ চাইবে রাজস্থানের বিজয়রথ নিজেদের ঘরের মাঠে থামিয়ে দিতে। রাজস্থানের ব্য়াটিং লাইন আপে বাটলার, জয়সওয়াল দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। কেকেআরের বিরুদ্ধে বাটলার শতরান হাঁকিয়েছেন। যশস্বীও শতরান হাঁকিয়েছেন। 


লখনউ শিবিরে ময়ঙ্ক যাদবকে আজকের ম্য়াচে দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছিল। খেলার আগের দিন লখনউ সুপারজায়ান্টসের সহকারী কোচ শ্রীধর শ্রীরাম জানিয়েছিলেন, ''অনেকটা ফিট মনে হচ্ছে ময়ঙ্ককে এই মুহূর্তে। ও নেটে ছন্দে বল করছে। কিন্তু আমরা ম্য়াচের আগে একটা চূড়ান্ত ফিটনেস টেস্টের রিপোর্ট দেখব। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে যে আদৌ ময়ঙ্ককে রাজস্থানের বিরুদ্ধে খেলানো হবে কি না।'' শ্রীরাম আরও বলেন, ''ময়ঙ্ক দুর্দান্ত একজন প্রতিভা। ও খুব ভাল করেই জানে যে ওর কী করা উচিত আর কী করা উচিত নয়। এই ধরণের গতি নিয়ে যে লেংথে বল করে যায় ও তা অন্য কারও পক্ষে করা সম্ভব নয়। আর এখানেই ও স্পেশাল সবার থেকে।'' আঝ ময়ঙ্ক যদি নামেন, তবে কিন্তু রাজস্থানের ব্যাটারদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলবেন তা বলাই বাহুল্য।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.