আমদাবাদ: আইপিএলের (IPL 2024) খোলনলচে বদলে ফেলার চিন্তাভাবনা শুরু হয়েছে। বিশেষ করে আইপিএলের নিলামের ছাঁচ বদলে ফেলার চিন্তাভাবনা শুরু হয়েছে। যা এক নতুন দিক পেতে পারত ১৬ এপ্রিল। কারণ, সেদিন আমদাবাদে আইপিএলের দশ দলের ফ্র্যাঞ্চাইজি মালিক ও দলের কর্ণধারদের বৈঠক ডাকা হয়েছিল। আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও সেই বৈঠক স্থগিত করে দেওয়া হল।


বৈঠকে ঝড় উঠতে পারত। কারণ, একটা বিষয় নিয়ে দশ দল সম্পূর্ণ দুই মেরুতে। সেটা হল, নিলামের আগে কজন করে ক্রিকেটার ধরে রাখা যাবে। চলতি নিয়ম হল, প্রত্যেক দল আইপিএল নিলামের আগে চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। কিন্তু সেই নিয়ম নিয়ে বিতর্কও রয়েছে। কারণ, কিছু দল প্রথম থেকে কয়েকজন ক্রিকেটারকে ধরে রাখার পন্থা নিয়েছে। যেমন, চেন্নাই সুপার কিংস শুরু থেকে মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজাদের ধরে রেখেছে। তবু সিএসকে নির্বাসিত থাকার সময় তাঁরা অন্য দলের হয়ে খেলেছিলেন। কিন্তু কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের মতো তারকাকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলিকে, মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, যশপ্রীত বুমরাদের বরাবর ধরে রেখেছে। যে কারণে অন্য দল ইচ্ছে থাকলেও কখনও রোহিত বা কোহলিকে নিতে পারেনি।


যে কারণে এবার অনেক দলই চাইছে, রিটেনশন প্রথা তুলে দিতে। বা রাখা হলেও, সংখ্যাটা একে নামিয়ে আনতে। বিরুদ্ধ মতও রয়েছে। কোনও কোনও দলের মতে, রিটেনশনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক। যাতে প্রত্যেক দল তাদের নিউক্লিয়াস বজায় রাখতে পারে এবং প্রয়োজন মতো দলে নতুন ক্রিকেটার নিয়ে ভারসাম্য তৈরি করতে পারে।


পরের মরশুমে আইপিএলের মেগা নিলাম। অর্থাৎ, সব দল নতুন করে দল সাজানোর সুযোগ পাবে। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা চাইছিলেন, প্রত্যেক দলের মতামত নিতে। বিশেষ করে রিটেনশন প্রথা নিয়ে। কতজনকে রিটেন করার নিয়ম করা হবে, আদৌ এই নিয়ম রাখা হবে কি না, এবং ক্রিকেটারদের সর্বোচ্চ দর কত হতে পারে, প্রত্যেক দল ক্রিকেটার কেনার জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারে, এসব নিয়েই সব দলের মতামত নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


অনেকের মতে, রিটেনশন প্রথা নতুন করে ঢেলে সাজানো হতে পারে। যেখানে সব দলকে একজন করে ক্রিকেটার ধরে রাখার অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্স হয়তো শুধু বুমরাকে ধরে রাখার সুযোগ পেল। তবে দলগুলির ক্ষেত্রে একটি সুবিধা দেওয়া হতে পারে। তাদের হাতে রাইট টু ম্যাচ (RTM) বিকল্প বাড়ানো হতে পারে। যে নিয়মে নিলামে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ যে দাম উঠবে, সেই দামে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারের পুরনো দল তাঁকে কিনে নিতে পারবে। যদিও সেই নিয়ম নিয়েও মতানৈক্য আছে। সব মিলিয়ে দশ দলেরই মতামত নিতে চায় বোর্ড। যে কারণে ওই বৈঠক আয়োজন করা হয়েছিল।


বৈঠক তাহলে হবে কবে? এখনও নতুন কোনও তারিখ দশ দলকে জানানো হয়নি।


আরও পড়ুন: বাড়িতে হরিনাম সংকীর্তন করছেন হার্দিক-ক্রুণাল, ভাইরাল হল ভিডিও




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।