মুম্বই: আইপিএল (IPL 2024) শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই ধীরে ধীরে আইপিএলের উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। এ মরশুমের আগে ইতিমধ্যে একাধিক দলে বেশ কিছু রদবদল ঘটেছে। ট্রেডিং উইন্ডোতে গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরেছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তবে তিনি শুধু ফেরেনইনি, রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে তাঁকে দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে। রেকর্ড খেতাবজয়ী রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করায় কম বিতর্ক হয়নি। অনুরাগীরা পল্টন ম্যানেজমেন্টের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।
এতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়ে মুম্বই ম্যানেজমেন্টের তরফে কোনওরকম ব্যাখা দেওয়া হয়নি। তবে এবার অবশেষে মৌনতা ভাঙল। রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার (Mark Boucher)। প্রাক্তন প্রোটিয়া তারকার দাবি এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে ক্রিকেটীয় দিকের কথা মাথায় রেখেই নেওয়া। তাঁর মতে অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব না থাকলে ক্রিকেটার রোহিতের জন্য নিজের সেরাটা দেওয়া সুবিধাজনক হবে।
বাউচার বলেন, 'সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে ক্রিকেটীয় বিচারবুদ্ধি দিয়েই নেওয়া। আমাদের কাছে হার্দিককে ফিরিয়ে আনার সুযোগ ছিল এবং আমরা সেটা করেছি। অধিনায়কত্বের দিক থেকে দেখতে গেলে মুম্বই ইন্ডিয়ান্স বর্তমানে বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক ভারতীয় সমর্থকরাই এই বিষয়গুলি বোঝে না, আবেগ দিয়েই সবটা বিচার করে। দলের অন্দরে এই আবেগের জায়গা নেই। এই সিদ্ধান্তটা ক্রিকেটার এবং মানুষ হিসাবে রোহিতকে নিজের সেরাটা দিতে সাহায্য করবে। ওকে চিন্তামুক্ত হয়ে দলের জন্য ব্যাট হাতে রান করার সুযোগটা দেবে।'
ব্যাটার রোহিত শর্মার জন্য বিগত দুই আইপিএল মরশুম একেবারেই আহামরি কাটেনি। রোহিত ২০২২ সালে যেখানে ব্যাট হাতে মাত্র ২৬৯ রান করেছিলেন, সেখানে গত মরশুমে তাঁর সংগ্রহ ছিল ৩৩২ রান। এই সিদ্ধান্তের পিছনে যে ব্যাটার রোহিতকে চাপমুক্ত করাও অন্যতম একটা কারণ, তা মেনে নিচ্ছেন বাউচার।
'রোহিত দারুণ মানুষ এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল পারফর্ম করেছে। তিন ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্বও দিচ্ছে। বিগত কয়েক মরশুমে ও অধিনায়কত্ব ভাল করলেও, ব্যাটিংটা উপভোগ করেনি। আমরা অধিনায়কত্ব নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিই যে ব্যাটার হিসাবে এটাই ওর স্বাধীনভাবে খেলার সেরা সুযোগ বলে আমাদের মনে হয়েছে। ও মাঠে নেমে অধিনায়কত্বের চাপ বাদে নিজের ব্যাটিংটা উপভোগ করুক, আমরা সেটাই চাই।' বলেন পল্টন কোচ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলবেন না যশপ্রীত বুমরা!