মুম্বই: তিনি চলতি আইপিএলের (IPL 2024) শুরুর দিকে চোট সমস্যায় জর্জরিত ছিলেন। মাঠে ফেরার পরেও নিয়মিত রান পাচ্ছিলেন না। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জ্বলে ওঠার জন্য বেছে নিলেন ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ম্যাচকে। ৫১ বলে সেঞ্চুরি করে অপরাজিত রইলেন। টি নটরাজনের বলে ছক্কা মেরে দলকে জেতালেন। সেঞ্চুরিও সম্পূর্ণ করলেন। হায়দরাবাদের কাছে প্রথম সাক্ষাতে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ফিরতি ম্যাচে প্যাট কামিন্সদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন হার্দিক পাণ্ড্যরা।
কুঁচকির চোট ভুগিয়েছে স্কাইকে। রান নিতে গিয়ে খোঁড়াচ্ছিলেন। তবু হাল ছাড়েননি। ৫১ বলে ১০২ রানের ইনিংসে ১২টি চার ও ৬টি ছক্কা। তাঁর দাপটে ১৬ বল বাকি থাকতেই লক্ষ্যপূরণ মুম্বইয়ের। এই জয়ের ফলে মহার্ঘ ২ পয়েন্ট পেলেন হার্দিকরা। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে উঠে এল মুম্বই। ১২ ম্যাচের শেষে তাদের পয়েন্ট দাঁড়াল ৮। বাকি ২ ম্যাচ জিতলে হার্দিকদের পয়েন্ট হবে ১২। তবে সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসকে বাকি তিনটি ম্য়াচের সবকটিতেই হারতে হবে। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস - দুই দলই ১৬ পয়েন্ট করে নিয়ে প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলেছে। বাকি দুই জায়গায় জন্য লড়াই আট দলের।
২০২৩ সালের আইপিএলে ১২টি সেঞ্চুরি হয়েছিল। চলতি আইপিএলে এরই মধ্যে ১২টি সেঞ্চুরি হয়ে গেল। ম্যাচের সেরাও হয়েছেন সূর্যকুমার। তবে চোট নিয়ে সব উদ্বেগ উড়িয়ে দিয়েছেন সূর্যকুমার। তাঁর কথায়, 'অনেক দিন পর এরকম ইনিংস খেললাম। ২০ ওভার ফিল্ডিং করেছি আর তারপর ১৮ ওভার ব্যাটিং করেছি। শুধুমাত্র ক্লান্তই হয়ে পড়েছি। চিন্তার কিছু নেই। আমার জন্য এই ইনিংসটি খুব দরকার ছিল। আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, দরকার ছিল শেষ পর্যন্ত থাকার। আমি ক্রিজে সময় উপভোগ করেছি। মুম্বইয়ে প্রচুর ম্যাচ খেলেছি। এই মাঠেই খেলেছি। প্র্যাক্টিসে সব ধরনের শটই অনুশীলন করেছি। সেগুলিই ম্যাচে কাজে লাগিয়েছি।'
আরও পড়ুন: কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টি, বিমান নামতেই পারল না, কোথায় গেলেন কেকেআর ক্রিকেটারেরা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে