MI vs CSK Live: কাজে দিল না রোহিতের শতরান, মুম্বইকে ২০ রানে হারাল চেন্নাই

IPL 2024, MI vs CSK Live: গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে প্রথম বছরেই দলকে চ্য়াম্পিয়ন করেছিলেন হার্দিক। দ্বিতীয় মরশুমে গুজরাত রানার্স আপ হয়েছিল।

ABP Ananda Last Updated: 14 Apr 2024 11:26 PM

প্রেক্ষাপট

মহেন্দ্র সিংহ ধােনি চলতি মরশুম শুরুর ২ দিন আগে আচমকা নেতৃত্বভার ছেড়ে দিয়েছিলেন। তার বদলে চেন্নাই শিবির অধিনায়ক বেছে নিয়েছিল রুতুরাজ গায়কোয়াডকে। অন্য়দিকে রোহিত শর্মাকে এবার টুর্নামেন্টের আগেই নেতৃত্বের পদ থেকে সরিয়ে...More

MI vs CSK Live Score: সিএসকের জয়

আইপিএলের 'এল ক্লাসিকো'য় শেষ হাসি হাসল চেন্নাই সুপার কিংসই। অপরাজিত ১০৫ রান করেও মুম্বই ইন্ডিয়ান্সকে জেতাত পারেলন না রোহিত। ২০ রানে হারতে হল পল্টনদের।