MI vs CSK Live: কাজে দিল না রোহিতের শতরান, মুম্বইকে ২০ রানে হারাল চেন্নাই

IPL 2024, MI vs CSK Live: গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে প্রথম বছরেই দলকে চ্য়াম্পিয়ন করেছিলেন হার্দিক। দ্বিতীয় মরশুমে গুজরাত রানার্স আপ হয়েছিল।

ABP Ananda Last Updated: 14 Apr 2024 11:26 PM
MI vs CSK Live Score: সিএসকের জয়

আইপিএলের 'এল ক্লাসিকো'য় শেষ হাসি হাসল চেন্নাই সুপার কিংসই। অপরাজিত ১০৫ রান করেও মুম্বই ইন্ডিয়ান্সকে জেতাত পারেলন না রোহিত। ২০ রানে হারতে হল পল্টনদের।

MI vs CSK Live Updates: রোহিতের সেঞ্চুরি

৬১ বলে আইপিএলের দ্বিতীয় শতরান হাঁকালেন রোহিত শর্মা। তবে দুর্ভাগ্যবশত তিনি মুম্বইকে জেতাতে পারবেন না।

MI vs CSK Live Score: নম্বর ফোর

গত ওভারে ১৯ রান উঠেছিল। মনে হচ্ছিল ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই চলবে। কিন্তু পরের ওভারেই ফের ধাক্কা। ফের সেই পাথিরানা। অনেকে তাঁর বোলিং অ্যাকশনের জন্য তাঁর মধ্যে মালিঙ্গার ছায়া দেখতে পান। সেই মালিঙ্গার উপস্থিতিতেই তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত ছন্দে পাথিরানা। মালিঙ্গার মতোই ঠিকানা লেখা ইয়র্কারে ভাঙলেন রোমারিও শেফার্ডের উইকেট। ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল মুম্বই। ১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৫৯/৬। শেষ দুই ওভারে মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ৪৭ রান। পল্টনদের শেষ ভরসা রোহিত।

MI vs CSK Live Updates: চাপে মুম্বই

ব্যাট হাতে প্রভাব ফেলতে ব্যর্থ অধিনায়ক হার্দিক। মাত্র দুই রানে পাণ্ড্যকে ফেরালেন মুম্বইয়ের ঘরের ছেলে তুষার। ওভারে মাত্র তিন রান দিয়ে নিলে এক উইকেট। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৩৫/৪। মুম্বইয়ের যে চাপ বাড়ছে, তা বলাই বাহুল্য।

MI vs CSK Live Score: পাথিরানার তৃতীয় সাফল্য

একদিকে যেখানে মুম্বই ব্যাটারদের ছেকাতে হিমশিম খাচ্ছেন সিএসকের বাকি বোলাররা, সেখানে মাথিশা পাথিরানা দুরন্ত ছন্দে বোলিং করছেন। তিলক বর্মাকে ৩১ রানে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় সাফল্যে পেলেন তিনি। ১৩০ রানে তৃতীয় উইকেচ হারাল পল্টনরা। মুম্বইকে জয়ের হ্যাটট্রিক করতে হলে ৩৭ বলে আরও ৭৭ রান করতে হবে। 

MI vs CSK Live Updates: ক্যাচ মিস

রবীন্দ্র জাডেজার বলে ১১তম ওভারে স্যুইপ মারতে গিয়ে সঠিক সংযোগ ঘটাতে পারেননি রোহিত শর্মা। ফাইন লেগ থেকে অনেকটা ছুটে এসে বলের নাগালও পেয়ে যান তুষার দেশপাণ্ডে। তবে তিনি নিজেকে সামলাতে পারেননি। বল তাঁর হাতে লেগে বাউন্ডারি পার চলে যায়। শতরানের গণ্ডিও পার করে ফেলে মুম্বই। ১১ ওভার শেষে প্লটনদের স্কোর ১০৮/২। রোহিত ৬৬ রানে ব্যাট করছেন। 

MI vs CSK Live Score: জোড়া সাফল্য

দুরন্ত গতিতে ছুটছিল মুম্বইয়ের রথ। কিন্তু সেই গতিতে অঙ্কুশ লাগালেন মাথিশা পাথিরানা। বল হাতে নিয়েই নিজের প্রথম ওভারে জোড়া সাফল্য পেলেন লঙ্কান ফাস্ট বোলার। মিড উইকেটে ঈশানের বুলেট গতির শট তালুবন্দি করেন শার্দুল ঠাকুর। তার ঠিক দুই বল পরেই থার্ড ম্যানে এক অনবদ্য ক্যাচ ধরলেন মুস্তাফিজুর রহমান। শূন্য রানেই ফিরতে হল সূর্যকুমার যাদবকে। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৭৫/২।     

MI vs CSK Live Updates: মুম্বইয়ের পাওয়ার প্লে

মুম্বইয়ের হয়ে রোহিত এবং ঈশান ফের একবার শুরুটা দুরন্ত করলেন। পাওয়ার প্লেতে উঠল ৬৩ রান। রোহিত ৪২ ও ঈশান কিষাণ ২১ রানে ব্যাট করছেন।

MI vs CSK Live Score: দুরন্ত শুরু

বড় রান তাড়া করতে নেমে মুম্বইয়ের দুই ওপেনার দারুণ ছন্দে রয়েছেন। চার ওভারেই বিনা উইকেটে ৩৮ রান তুলে ফেলে মুম্বই। রোহিত ২১ ও ঈশান ১৭ রানে ব্যাট করছেেন। 

MI vs CSK Live Updates: ফিনিশার ধোনি

শেষ ওভারে উঠল ২৬ রান। তিন ছক্কা হাঁকলেন ধোনি। ২০ ওভার শেষে সংগ্রহ ২০৬/৪।

MI vs CSK Live Score: নেমেই ছক্কা

ইনিংসের শেষ ওভারে ডারিল মিচেল আউট হতেই ওয়াংখেড়েতে দর্শকদের গর্জন। ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন ধোনি। শুধু নামলেনই না নেমেই প্রথম বলে ছক্কা হাঁকালেন। দু'শোর দোরগোড়ায় সিএসকে।

MI vs CSK Live Updates: অধিনায়কের উইকেট নিলেন অধিনায়ক

বিগত দুই ওভারে সিএসকে ৩৯ রান তুলেছিল। সেই রানের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বড় শট হাঁকাতে গিয়েছিলেন রুতুরাজ। তবে ব্যাটে বলে ঠিক ঠাক সংযোগ হয়নি। ১৫০ রানে তৃতীয় উইকেট হারাল সিএসকে। ৯০ রানের পার্টনারশিপ ভাঙলেন হার্দিক। ৬৯ রানে সাজঘরে ফিরলেন রুতু। ২৮ বলে অর্ধশতরান হাঁকানো শিবম দুবে অবশ্য এখনও ক্রিজে রয়েছেন।

MI vs CSK Live Score: রুতুর অর্ধশতরান

ছক্কা হাঁকিয়ে ৩৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন রুতুরাজ। ওপেনিংয়ের বদলে তিনে ব্যাচ করতে নামলেও, তা রুতুর ব্যাটিংয়ে কোনও প্রভাব ফেলেনি।

MI vs CSK Live Updates: শতরানের গণ্ডি পার

১২তম ওভারে ছক্কা হাঁকিয়ে সিএসকেকে শতরানের গণ্ডি পার করালেন অধিনায়ক রুতুরাজ। তিনি ৪৬ রানে ব্যাট করছেন। শিবম দুবের সংগ্রহ ২৭। ১২ ওভার শেষে সিএসকের স্কোর ১০২/২।

MI vs CSK Live Score: দ্বিতীয় সাফল্য

মুম্বইকে ইনিংসের দ্বিতীয় সাফল্য এনে দিলেন শ্রেয়স গোপাল। রবীন্দ্র লেগ স্পিনারের বল কাট মারতে গেলেও ব্যর্থ হন। মুম্বই কট বিহাইন্ডের আপিল করলেও আম্পায়ার তা নাকচ করে দেন। তবে কিপার ঈশান কিষাণের কথা মেনে হার্দিক রিভিউ নেন এবং সাফল্যও পায় মুম্বই। ২১ রানে ফিরলেন রবীন্দ্র। ৮ ওভার শেষে সিএসকের স্কোর ৬১/২।

MI vs CSK Live Updates: পাওয়ার প্লে শেষ

রাহানকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনা কাজে লাগল না। মাত্র পাঁচ রানে ফেরেন তিনি। তবে পাওয়ার প্লেটা সিএসকের হয়ে বেশ ভালই গেল। ছয় ওভারে এক উইকেটে ৪৮ রান তুলল হলুদ ব্রিগেড। রুতরাজ ২৯ ও রবীন্দ্র ১২ রানে ব্যাট করছেন।   

MI vs CSK Live Score: ওপেনিংয়ে রাহানে

অজিঙ্ক রাহানের জন্য নিজের ওপেনিং পজিশন ছেড়ে দিলেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ওভার শেষে সিএসকের স্কোর বিনা উইকেটে ছয় রান। রাহানে পাঁচ ও রচিন রবীন্দ্র এক রানে ব্যাট করছেন। 

MI vs CSK Live Updates: টস জিতল মুম্বই

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যর। শিশিরের কথা মাথায় রেখেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বলে জানান পল্টন অধিনায়ক। চেন্নাই সুপার কিংস দলে ফিরলেন মাথিশা পাথিরানা। 

MI vs CSK Live Score: হেড-টু-হেড

আইপিএলের দুই সফলতম দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্সই। আইপিএলের 'এল ক্লাসিকো'তে মুম্বই ইন্ডিয়ান্স ২০টি ও চেন্নাই সুপার কিংস ১৬টি ম্যাচ জিতেছে।

প্রেক্ষাপট

মহেন্দ্র সিংহ ধােনি চলতি মরশুম শুরুর ২ দিন আগে আচমকা নেতৃত্বভার ছেড়ে দিয়েছিলেন। তার বদলে চেন্নাই শিবির অধিনায়ক বেছে নিয়েছিল রুতুরাজ গায়কোয়াডকে। অন্য়দিকে রোহিত শর্মাকে এবার টুর্নামেন্টের আগেই নেতৃত্বের পদ থেকে সরিয়ে দিয়েছিল মুম্বই শিবির। তার বদলে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে প্রথম বছরেই দলকে চ্য়াম্পিয়ন করেছিলেন হার্দিক। দ্বিতীয় মরশুমে গুজরাত রানার্স আপ হয়েছিল। তাই সেই সাফল্যের ধারা বজায় রাখার জন্য মুম্বই ইন্ডিয়ান্স চেয়েছিল হার্দিকের কাঁধে দায়িত্ব সপে দিতে। কিন্তু বঢোদরার অলরাউন্ডার অধিনায়ক হিসেবে প্রথম তিন ম্য়াচেই ব্যর্থ হয়েছিলেন। 


ওয়াংখেড়েতে ঘরের মাঠেও চেন্নাইয়ের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে মুম্বই শিবির। কিন্তু গত বছর হোম ও অ্যাওয়ে দুটো ম্য়াচেই মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে মাঠ ছোট। এখানে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সম্ভাবনাই প্রবল। শিশির একটা ফ্যাক্টর ম্য়াচে। তাই রান তাড়া করতে চাইবে যে কোনও দলই।


মুম্বই তাদের আগের ম্য়াচের একাদশে কোনও বদল হয়ত করতে চাইবে না। সেক্ষেত্রে শ্রেয়স গোপালকেই খেলানো হবে পীযূশ চাওলার পরিবর্তে। অন্য়দিকে বুমরা তো রয়েইছেন। ব্যাট হাতে সূর্যকুমার যাদবকে এই ম্য়াচেও ইম্প্য়াক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে। সিএসকে শিবিরে অবশ্য চোট আঘাতের কোনও খবর নেই। পাথিরানার পরিবর্তে মুস্তাফিজুরকেই খেলানো হবে একাদশে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.