MI vs GT Live: আমদাবাদে রোমহর্ষক থ্রিলার, মম্বইকে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের

IPL 2024, MI vs GT Live Score: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্য়াচে মুখোমুখি হবে দুটো দল। হার্দিক গত দুটো মরশুমে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন।

ABP Ananda Last Updated: 24 Mar 2024 11:20 PM
GT vs MI Live Score: জয় গুজরাতের

৬ রানে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। শেষ ওভারে পরপর দু বলে ১০ রান হজম করেও ম্য়াচ জিতিয়ে দিলেন উমেশ যাদব।

IPL Live Score: আউট হার্দিক

১১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন হার্দিক পাণ্ড্য। উমেশ যাদবের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন তিনি। শেষ ৩ বলে মুম্বইয়ের প্রয়োজন ৯ রান।

GT vs MI Live Score: ম্য়াচ জিততে মুম্বইয়ের চাই ১ ওভারে ১৯ রান

আউট গেরাল্ড কোয়েৎজে। স্পেনসার জনসন এক ওভারে দুটো উইকেট নিলেন। মুম্বইয়ের জিততে শেষ ওভারে চাই ১৯ রান।

IPL Live Score: আউট তিলক ভার্মা

প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই স্পেনসার জনসনের বলে ক্যাচ আউট হয়ে গেলেন তিলক ভার্মা।

GT vs MI Live Score: ২ ওভারে মুম্বইয়ের প্রয়োজন ২৭

টিম ডেভিডকে আউট করে ম্য়াচ জমিয়ে দিলেন মোহিত শর্মা। দুরন্ত ক্যাচ মিলারের। ম্য়াচ জিততে মুম্বইয়ের প্রয়োজন ২৭ রান। হাতে ২ ওভার।

IPL Live Score: আউট ব্রেভিস

মোহিত শর্মার বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ৪৬ রান করে ফিরলেন ডেওয়াল্ড ব্রেভিস। 

GT vs MI Live Score: আউট রোহিত

৪৩ রান করে আউট হলেন রোহিত শর্মা। মুম্বইয়ের তৃতীয় উইকেটের পতন। ৪৮ বলে ৬২ রান প্রয়োজন হার্দিক বাহিনীর।

IPL Live Score: ১১ ওভারে মুম্বইয়ের স্কোর ৯৭/২

১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৭ রান বোর্ডে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ওভারে মুম্বইয়ের স্কোর ৯৭/২।

GT vs MI Live Score: ৬ ওভারে মুম্বইয়ের স্কোর ৫২/৬

৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫২ রান তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ক্রিজে আছেন রোহিত শর্মা ও ডেওয়াল্ড ব্রেভিস। 

IPL Live Score: দ্বিতীয় উইকেটের পতন মুম্বইয়ের

মুম্বইয়ের দ্বিতীয় উইকেটের পতন। নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন আজমাতউল্লাহ ওমরজাই। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩০ রান বোর্ডে তুলল মুম্বই।

GT vs MI Live Score: ঈশান কিষাণকে তুলে নিলেন ওমরজাই

প্রথম ওভারেই ঈশান কিষাণকে তুলে নিলেন ওমরজাই। ১ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২/১।

IPL Live Score: ২০ ওভারে গুজরাতের স্কোর ১৬৮/৬

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান বোর্ডে তুলে নিল গুজরাত টাইটান্স। 

MI vs GT Live: আউট তেওয়াটিয়া

রাহুল তেওয়াটিয়াকে ফেরালেন গেরাল্ড কোয়েৎজে। গুজরাত টাইটান্সের ষষ্ঠ উইকেটের পতন।

IPL Live Score: ১৮ ওভার শেষে গুজরাতের স্কোর ১৫৪/৫

আঠারোতম ওভারে উঠল ১৯ রান। লিউক উডের বিরুদ্ধে মারমুখি ব্যাটিং রাহুল তেওয়াটিয়ার। ১৮ ওভার শেষে গুজরাতের স্কোর ১৫৪/৫

MI vs GT Live: এক ওভারে মিলার, সুদর্শনকে ফেরালেন বুমরা

আক্রমণে এসেই পরপর মিলার ও সুদর্শনকে ফেরালেন বুমরা। ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৪ তুলেছে গুজরাত ১৬.৩ ওভারে। 

IPL Live Score: আউট গিল

গুজরাত টাইটান্সের দ্বিতীয় উইকেটের পতন। ৩১ রান করে চাওলার বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন শুভমন গিল। দলের স্কোর ৯ ওভারে ৬৯/২।

MI vs GT Live: ৬ ওভার শেষে গুজরাতের স্কোর ৪৭/১

পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৪৭ রান তুলে নিল গুজরাত টাইটান্স। ক্রিজে আছেন গিল (২৩) ও সাই সুদর্শন (৪)। 

IPL Live Score: আউট ঋদ্ধিমান

১৯ রান করে আউট হলেন ঋদ্ধিমান সাহা। বুমরার নিখুঁত ইয়র্কারের কোনও জবাব ছিল না গুজরাত ওপেনারের। 

MI vs GT Live: ২ ওভারে গুজরাতের স্কোর ১৮/০

২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১৮ রান তুলে নিল গুজরাত টাইটান্স। ক্রিজে আছেন গিল ও ঋদ্ধিমান। 

IPL Live Score: ১ ওভারের শেষে গুজরাতের স্কোর ১১/০

নতুন বলে বোলিং হার্দিকের। ১ ওভারের শেষে গুজরাতের স্কোর ১১/০।

MI vs GT Live: টস জিতে ফিল্ডিং নিলেন হার্দিক

টস জিতলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। প্রথমে ফিল্ডিং নিলেন তিনি। 

প্রেক্ষাপট

আমদাবাদ: আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্যের (Hardik Pandya) নেতৃত্বে খেলতে নামবে মুম্বই শিবির। অন্য়দিকে গুজরাত টাইটান্স শুভমন গিলের (Subhman Gill) নেতৃত্বে খেলতে নামবে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্য়াচে মুখোমুখি হবে দুটো দল। হার্দিক গত দুটো মরশুমে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন। এবার নিজের পুরনো দলে ফিরে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছেন তিনি। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।


২০২২ সালে প্রথমবার আইপিএলের মঞ্চে পা রেখেছিল গুজরাত শিবির। সেবারই খেতাব জিতে নেয় তারা। এখনও পর্যন্ত ২ বছরে মোট চারবার দুটো দল পরস্পর মুখোমুখি হয়েছে। হার্দিক যখন গুজরাত শিবিরের অধিনায়ক ছিলেন, তখন রোহিতের নেতৃত্বেই খেলেছিল মুম্বই। চারবারের সাক্ষাতে ২ বার হার্দিক জিতেছিলেন, ২ বার রোহিতের দল। 


২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ রানে হারিয়ে দিয়েছিল গুজরাত শিবিরকে। ২০২৩ সালে তিনবার মুখোমুখি হয় দুটো দল। গুজরাত টাইটান্স একটি ম্য়াচে ৬২ রানে ও একটি ম্য়াচে ৬৫ রানে জয় ছিনিয়ে নেয়। মুম্বই অন্য একটি ম্য়াচে ২৭ রানে জয় ছিনিয়ে নেয়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.