MI vs GT Live: আমদাবাদে রোমহর্ষক থ্রিলার, মম্বইকে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাতের

IPL 2024, MI vs GT Live Score: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্য়াচে মুখোমুখি হবে দুটো দল। হার্দিক গত দুটো মরশুমে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন।

ABP Ananda Last Updated: 24 Mar 2024 11:20 PM

প্রেক্ষাপট

আমদাবাদ: আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্যের (Hardik Pandya) নেতৃত্বে খেলতে নামবে মুম্বই শিবির। অন্য়দিকে গুজরাত টাইটান্স শুভমন গিলের (Subhman Gill) নেতৃত্বে খেলতে নামবে। আমদাবাদের নরেন্দ্র মোদি...More

GT vs MI Live Score: জয় গুজরাতের

৬ রানে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। শেষ ওভারে পরপর দু বলে ১০ রান হজম করেও ম্য়াচ জিতিয়ে দিলেন উমেশ যাদব।