মুম্বই: আইপিএলে (IPL 2024) আজ একদিকে নিয়মরক্ষার লড়াইয়ে নামবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অন্য়দিকে লখনউ সুপারজায়ান্টস মাঠে নামবে মিরাক্যালের অপেক্ষায়। আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) দল। ওয়াংখেড়েতে সম্মানরক্ষার লড়াই তাঁদের। লিগে নিজেদের শেষ ম্য়াচ জিতে টুর্নামেন্ট শেষ করতে চায় মুম্বই শিবির। অন্য়দিকে লখনউ ১৩ ম্য়াচে ঝুলিতে পুরেছে ১২ পয়েন্ট। এই ম্য়াচ যদি জিতেও যায় কে এল রাহুলের দল, তবুও তাঁদের রান রেট এতটাই কম যে একমাত্র মিরাক্যাল ছাড়া আর কোনও সম্ভাবনা লখনউয়ের প্লে অফে ওঠার নেই।


কাদের ম্যাচ?


আজ আইপিএলে  মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপারজায়ান্টসের ম্য়াচ









ম্য়াচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়। 


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।


কেমন পিচ?


আগে ওয়াংখেড়ের পিচে প্রথমে ব্যাটিং করতে নামা অনায়াসেই দুশো বা তার বেশি রান বোর্ডে তুলে নিতে পারত। মাঠ ছোটো। তাই ব্যাটারদের পক্ষে সুবিধেও হত। কিন্তু এখন আর বেশ কয়েকটি ম্য়াচে দেখা গিয়েছে যে প্রথমে ব্য়াটিং করতে নামা দল ১৭০-১৭৫ এর বেশি রান বোর্ডে তুলতে পারছে না। সেক্ষেত্রে আজকের ম্য়াচেও রান তাড়া করাটাই পছন্দ করবেন হয়ত টস জেতা অধিনায়ক। 


মুম্বই শিবিরে চোট আঘাত সমস্যা একেবারেই নেই। আগের ম্য়াচের একাদশে কোনও বদল হওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। বোলিং বিভাগে বুমরার পাশাপাশি অভিজ্ঞ পীযূশ চাওলা প্রতি ম্য়াচেই নির্ভরতা জোগাচ্ছেন। কে এল রাহুলের বিরুদ্ধে এই ২ অস্ত্রকে ব্যবহার করতে পারেন হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ম্য়াচ হতে চলেছে এটা হার্দিকেরও। নিজের ব্যাটে-বলের পারফরম্য়ান্সেও কিছুটা শান দিয়ে নিতে চাইবেন বঢোদরার অলরাউন্ডার। মুম্বইয়ের ব্যাটিং লাইন আপে ঈশান কিষাণকে আটকানোর জন্য রয়েছেন রবি বিষ্ণোই। মোট চারবার আউট করেছেন তরুণ লেগি ঈশানকে এখনও পর্যন্ত। এছাড়া নবীন উল হক, মহসিন খান, যশ ঠাকুররা তো রয়েইছেন। 


আরও পড়ুন: প্লে অফে সিংহের মুখে কেকেআর? ধোনিদের সঙ্গে ধুন্ধুমারের সম্ভাবনা বাড়ছে