চেন্নাই: তিনি নিজেই জানিয়েছিলেন কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে যে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) এসে তাঁর জীবন বদলে গিয়েছে। পারফরম্য়ান্স গ্রাফও অনেক উচ্চতায় পৌঁছেছে। চেন্নাই সুপার কিংসের জার্সিকে ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন শিবম দুবে (Shivam Dube)। গতকালই টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। তাতে সুযােগ পেয়েছেন দুবে। যেভাবে আইপিএলে প্রতি ম্য়াচেই এমনকী দেশের জার্সিতেও ব্যাট হাতে নামলেই বিশাল বিশাল ছক্কা হাঁকাচ্ছেন, তাতে রবি শাস্ত্রীর মত প্রাক্তন ক্রিকেটার ও কোচও মনে করেন যে যুবরাজ সিংহের ছায়া দেখতে পাওয়া যায় দুবের ব্যাটিংয়ে। তবে বাঁহাতি তারকা নিজে তা মানতে নারাজ। 


পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচে নামার আগে দুবে বলেন, ''আমি কখনওই যুবরাজ সিংহের সঙ্গে নিজের তুলনা টানতে নারাজ। হ্যাঁ, এটা ঠিক যে আমার খেলার ধরণ কিছুটা ওনার সঙ্গে মিলে যায়। আমার শট খেলাগুলোও অনেকটা ওনার মত। লোকে তো তেমনই বলে।'' এরপরই সিএসকের এই ৩০ বছর বয়সি অলরাউন্ডার বলেন, ''আমি যখন প্রথম প্রথম ভারতীয় দলে আসি, তখন রবি শাস্ত্রী আমাকে দেখে বলেছিলেন যে আমার শট নাকি অনেকটা যুবরাজ সিংহের মত। খেলার ধরণও অনেকটা তেমনই। আমি যুবি পাজিকে খেলতে দেখেছি। উনি প্রথম সাত আট বল যদি একটু ধীরে খেলতেন, তবে পরে তা পুষিয়ে দিতেন বড় শট খেলে।''


সিএসকে শিবিরে এসে কীভাবে তাঁর কেরিয়ারের গ্রাফ বদলে গিয়েছে তাও জানালেন শিবম। মহেন্দ্র সিংহ ধোনি ও স্টিফেন ফ্লেমিংকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। বাঁহাতি অলরাউন্ডার বলছেন, ''আমি যখন সিএসকে ক্যাম্পে এসেছিলাম, তার আগে ছন্দে ছিলাম না সেভাবে। এখানে এসে ধোনি ভাইয়ের ছত্রছায়ায় খেলা শুরু করলাম। এখানে ধোনি ভাই, স্টিফেন ফ্লেমিং আমাকে নিজের মত খেলার স্বাধীনতা দিয়েছেন।'' 


টি-টোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। দুবে বলছেন, ''আমি যখন আফগানিস্তান সিরিজে খেলছিলাম, তখন রোহিত ভাই আমাকে বলেছিলেন যে তোমাকে ব্যাটিং ও বোলিং দুটোই করতে হবে। আমি তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। প্রয়োজনে যাতে বোলিংটাও করতে পারি।'' উল্লেখ্য, চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্য়াচে ৩৫০ রান করেছেন শিবম দুবে। স্ট্রাইক রেট ১৭২.৪১।